নয়াদিল্লি: ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিনের দাবির জেরে কংগ্রেসকে আক্রমণ বিজেপির। কংগ্রেসের ব্রিটেনের প্রতিনিধিদের সঙ্গে কাশ্মীর নিয়ে তিনি আলোচনা করেছেন বলে করবিন জানানোর পরই সরব হয়েছে বিজেপি। ব্রিটেনের শ্রমিক দলের শীর্ষনেতা করবিন ট্যুইট করেছেন, ভারতের জাতীয় কংগ্রেসের ব্রিটেনের প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ফলদায়ী আলোচনা হল। সেখানে কথা হয়েছে কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। হিংসা, উত্তেজনার প্রশমন চাই, যে ভীতি ও হিংসার চক্র দীর্ঘদীন ধরে গোটা অঞ্চলকে দীর্ণ করেছে, তার অবসান ঘটাতে হবে। কাশ্মীর ইস্যুতে করবিনের ঘোষিত অবস্থানে মোটেই খুশি নয় ভারত সরকার। সেই তিনি বৈঠকের একটি ছবিও ট্যুইটারে পোস্ট করেছেন যাতে ব্রিটেনে প্রবাসী কংগ্রেসের নেতৃত্ব দেওয়া কমল ঢালিওয়ালকেও অন্যদের মধ্যে দেখা যাচ্ছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপি ট্যুইট করেছে, ভয়াবহ! কংগ্রেসের ভারতের জনগণের কাছে জবাবদিহি করা উচিত কেন তাদের নেতারা বিদেশি নেতাদের সঙ্গে ভারত সম্পর্কে আলোচনা করছেন। এই নির্লজ্জ অসততার জন্য ভারত কংগ্রেসকে উপযু্ক্ত জবাব দেবে। করবিনের কাছেও ব্যাখ্যা চেয়েছে বিজেপি। গেরুয়া দলের বিদেশ বিষয়সংক্রান্ত শাখার ইনচার্জ বিজয় চৌথওয়ালে বলেছেন, এই হল কংগ্রেস। ব্রিটেনের লেবার পার্টির নেতার উপদেশ নিচ্ছে! সরাসরি পাকিস্তানে নিজেদের প্রভুদের কাছেই যাক না ওরা!