দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দু’টি টেস্টে শতরান, সচিন, সহবাগ, আজহারউদ্দিনের সঙ্গে একই সারিতে ময়ঙ্ক
Web Desk, ABP Ananda | 10 Oct 2019 04:52 PM (IST)
আজ বড় রান না পেলেও, প্রথম টেস্টের দুই ইনিংসেই শতরান করেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। তিনিও অনন্য নজির গড়েছেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
পুণে: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দু’টি টেস্ট ম্যাচে শতরান করে দুর্দান্ত নজির গড়লেন ভারতীয় দলের তরুণ ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। তাঁর আগে শুধু তিন ভারতীয় ব্যাটসম্যানই এই নজির গড়েন। ১৯৯৬ সালে কলকাতার ইডেন গার্ডেন্স ও কানপুরে শতরান করেন মহম্মদ আজহারউদ্দিন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে নাগপুর ও ইডেনে শতরান করেন সচিন তেন্ডুলকর। সেই দু’টি ম্যাচে শতরান করেন বীরেন্দ্র সহবাগও। চলতি সিরিজের প্রথম টেস্টে দ্বিশতরানের পর আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিন শতরান করলেন ময়ঙ্ক। আজ বড় রান না পেলেও, প্রথম টেস্টের দুই ইনিংসেই শতরান করেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। তিনিও অনন্য নজির গড়েছেন।