রাজা চট্টোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, জলপাইগুড়ি : আলাদা রাজ্যের দাবি কেউ করে থাকলে তা অন্যায্য নয়। জন বার্লাকে পাশে নিয়ে পৃথক রাজ্যের দাবিকে পরোক্ষে সমর্থন জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। উস্কানিমূলক মন্তব্য করছেন বিজেপির রাজ্য সভাপতি, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
এর আগে পৃথক রাজ্যের দাবি জানান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা। তিনি বলেছিলেন, আলাদা রাজ্য হলেও ভাল, কেন্দ্রশাসিত অঞ্চল হলেও ভাল। এর বেশি নয়। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, জন বার্লা একজন জনপ্রতিনিধি। যাঁরা তাঁকে জিতিয়েছেন তাঁদের কথা শোনার দায়িত্ব তাঁর। তাই তিনি বলেছেন। পার্টির স্ট্যান্ড আছে পার্টি ভেবে দেখবে।
বিধানসভা ভোটের পর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বঙ্গভঙ্গের দাবি ঘিরে শোরগোল পড়ে যায়। সেই দাবিকে কার্যত সিলমোহর দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে পাশে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দেন, এ ধরনের দাবি ন্যায্য।
তৃণমূলের অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করে উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে বিজেপি। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, তাঁর মন্ত্রী যা বলেছেন তাতে সম্মতি জানিয়ে গোটা উত্তরবঙ্গে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছেন। ভাগাভাগির রাজনীতি করে কোনও লাভ হবে না। এখানকার মানুষ উন্নয়ন চান।
জন বার্লার পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করে, পথে নামেন উত্তরবঙ্গের একের পর এক বিজেপি বিধায়ক। এমনকী পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও। যদিও এর আগে সেই সব দাবি খারিজ করে দেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, দল একে অনুমোদন করে না। দল পশ্চিমবঙ্গকেই বিশ্বাস করে।
গতকাল জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। তাঁর আসার আগেই স্থানীয় তৃণমূল কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। পরে বিজেপি রাজ্য সভাপতির সেই কর্মসূচি বাতিল হয়।