ঢাকা : হাসিনা-জমানা শেষ হতেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ দেন সে-দেশের রাষ্ট্রপতি। সেই অনুসারে বুধবার মুক্তি পান খালেদা। অন্যদিকে এদিনই বাংলাদেশে সভা করে বিএনপি।  ফিরছেন খালেদা পুত্র তারিক রহমনও। তিনি এক ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ভোট ছাড়াই ক্ষমতায় টিকে থাকার জন্য গত ১৫ বছর ধরে বহু খুন, গুম ও অত্যাচার করেছেন শেখ হাসিনা। মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক মামলা দিয়ে বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। 'খুনী' হাসিনার অত্যাচারে, নিপীড়নে দেশের গণতন্ত্রকামী মানুষ ক্ষুব্ধ।


তারিক বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তিনি খবর পেয়েছেন, দেশের কোনও কোনও জায়গায় অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তাই তিনি সকলকে অনুরোধ করেন, 'ধর্মীয় বা রাজনৈতিক কারণে কোনও ব্যক্তি বা ধর্মের প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। সংখ্যালঘু জনগোষ্ঠী যেন কোনওভাবেই হেনস্থার শিকার না হয়, সেটি নিশ্চিত করা আপনার - আমার সবার দায়িত্ব। কোনও ধর্মীয় উপাসনালয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না...কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিশ্বাসী বা অবিশ্বাসী, কেউ সংখ্যালঘু নন। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী '


তারিক সকলকে বলেন, আপনি মহত্ব দিয়ে প্রমাণ করুন , আপনি আওয়ামী লিগ নন, আপনি বাংলাদেশী। 


এসব উপদেশ সত্ত্বেও, বাংলাদেশে পরিস্থিতির কোনও বদল নেই। সেনার অধীনেও নৈরাজ্য বহাল বাংলাদেশে। হত্যাপুরী বাংলাদেশে লাশের সারি বেড়েই চলেছে।  হিংসার ক্ষত ক্রমেই দগদগে ঘায়ে পরিণত হচ্ছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে প্রবলতর। কোথাও সেতু থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন করে দেওয়া হচ্ছে আওয়ামি লিগের সদস্যদের। ঢাকা মেডিক্যালে একের পর এক লাশ আসছে। মৃত্যুমিছিল ঢাকা শহরে। পুলিশরাও জনতার ক্ষোভ থেকে রেহাই পাচ্ছে না। 
মাত্র ৩ দিনেই ঢাকা মেডিক্যালে আনা হয়েছে ৬৯টি মৃতদেহ।  উত্তরা পূর্ব থানায় হামলার ঘটনায় নতুন করে ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে।  এখনও পর্যন্ত ২৯ জন আওয়ামি লিগের নেতা-কর্মীর দেহ উদ্ধার হয়েছে। এই হত্যালীলার শেষ কোথায়। মহম্মদ ইউনুস দায়িত্ব নিলে কি প্রশমিত হবে এই জনরোষ ? আইনের শাসন ফিরবে বাংলাদেশে ? উত্তরের অপেক্ষায় মানুষ। 


আরও পড়ুন :        


প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা?  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।