প্যারিস: সারারাত জেগে সাইক্লিং করেছেন। করেছেন স্কিপিং, জগিং - ওজন কমানোর জন্য যা কিছু করা সম্ভব, সব। তবু বাগে আনতে পারলেন না ওজন। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্স (Paris Olympics) পদকের দৌড় থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। পদক নিশ্চিত করে ফেলার পরেও বাতিল হয়ে গেলেন তিনি।
অলিম্পিক্সে নিজের পছন্দের ৫৩ কেজি বিভাগে নয়, বিনেশ নেমেছিলেন ৫০ কেজি বিভাগে। কেন? কারণ, ৫৩ কেজি বিভাগের যোগ্যতা অর্জনকারী পর্বে লড়াই করে জায়গা পেয়েছিলেন অন্তিম পাংহাল। বিনেশ চেয়েছিলেন তাঁকে সরাসরি নামার ছাড়পত্র দেওয়া হোক। যদিও তা না হওয়ায় ভারতীয় কুস্তিগীর সিদ্ধান্ত নেন যে, তিনি ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই করেন বিনেশ। নামেন ৫০ কেজি বিভাগে।
মঙ্গলবার তিনটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বিনেশ। পরপর তিন ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেন। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় যে, অন্তত রুপো জিতবেন বিনেশ। ফাইনালে হারলেও। আর ফাইনালে জিতলে ছিল সোনা জয়ের হাতছানি। সেক্ষেত্রে ইতিহাস গড়তেন ভারতীয় পালোয়ান। কারণ, এর আগে ভারতের কোনও মহিলা কুস্তিগীর অলিম্পিক্সে সোনা জেতেননি। বিনেশের সোনা জয়ের স্বপ্নে বিভোর ছিল গোটা দেশ।
কিন্তু বুধবার দুপুরে আছড়ে পড়ল চরম দুঃসংবাদ। জানা গেল, ফাইনালের দিন সকালে নির্ধারিত ৫০ কেজির চেয়ে ১০০ গ্রাম বেশি ওজন হওয়ায় বাতিল হয়ে গিয়েছেন বিনেশ।
ভারতীয় শিবির সূত্রে খবর, মঙ্গলবার ফাইনালে ওঠার রাতে ২ কেজি ওজন বেশি পাওয়া যায় বিনেশের। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়। সারারাত জেগে স্কিপিং, সাইক্লিং, জগিং করে গিয়েছেন বিনেশ। পান করেননি জল। তাও ওজন বাগ মানেনি। শেষ পর্যন্ত মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হলেন বিনেশ।
আরও পড়ুন: ভারতের মাটিতে ফের এক বিশ্বকাপ? বাংলাদেশের বিকল্প ভেন্যু হিসাবে কী ভাবনা আইসিসি-র?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।