সরকারি আধিকারিকদের দাবি, তাঁরা অ্যাম্বুলেন্স ডেকেছিলেন কিন্তু হাসপাতাল কর্মীরা দেহ সরাতে অস্বীকার করায় নোংরা তোলার ভ্যান ব্যবহার করতে বাধ্য হন তাঁরা। ৩ পুলিশ কর্মী সহ ৭ সরকারি আধিকারিককে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে। উত্তর প্রদেশে সরকারি অফিসের সামনে থেকে নোংরা তোলার গাড়িতে সরানো হল দেহ, ৩ পুলিশ কর্মী সাসপেন্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2020 04:58 PM (IST)
সরকারি আধিকারিকদের দাবি, তাঁরা অ্যাম্বুলেন্স ডেকেছিলেন কিন্তু হাসপাতাল কর্মীরা দেহ সরাতে অস্বীকার করায় নোংরা তোলার ভ্যান ব্যবহার করতে বাধ্য হন তাঁরা।
ফাইল ছবি
কানপুর: উত্তর প্রদেশের বলরামপুরে সরকারি অফিসের সামনে আচমকা পড়ে গিয়ে মারা যাওয়া এক ব্যক্তির দেহ সরানো হল নোংরা তোলার ভ্যানে। এই ঘটনায় ৩ পুলিশ কর্মী সহ ৭ সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে প্রশাসন। মৃতের নাম আনোয়ার, বয়স ৪২। স্থানীয় সাদুল্লা নগরের এই বাসিন্দা বুধবার উতারুলা তেহসিল অফিসে যান কিছু কাজের জন্য। তেহসিলের দরজার সামনে আচমকা পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ৪ পুরকর্মী নোংরা তোলার ভ্যানে তাঁর দেহ তুলে সরিয়ে নিয়ে যাচ্ছেন। কাছে দাঁড়িয়ে কয়েকজন পুলিশকর্মী।