মুম্বই : সাম্প্রতিক সময়ে বলিউডে কম জলঘোলা হয়নি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে বহু বিষয় উঠে আসে। যা নিয়ে আড়াআড়ি ভাগ হয়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রি। এর সঙ্গে সঙ্গে সামনে আসে এই ইন্ডাস্ট্রির অন্য একটা দিক। বিশেষ করে মাদক সেবনের মতো বিষয়। বিভিন্ন সময়ে মাফিয়া চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগও উঠেছে। বলিউডে স্বজন-পোষণের অভিযোগও কম ওঠেনি। তারকাদের ছেলে-মেয়েদের সুযোগ দেওয়া হয়, অথচ প্রতিভা থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে অনেকেই সুযোগ পান না বলে সরব হয়েছেন কেউ কেউ। এই আবহেই এবার Ideas of India 2025-এর মঞ্চে সবকিছুতে বলিউডকে টার্গেট করা হয় বলে অভিযোগ তুললেন এই সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর কথায়, "পৃথিবীতে যা কিছু খারাপ কাজ হয়, সেসবের জন্য সবসময় বলিউডকে টার্গেট করা হয়। "
বলিউডে নিজের কেরিয়ার জার্নির কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, "১৫ বছর আগে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের যাত্রা শুরু করেছিলাম। কখনও ভাবিনি যে, এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে থাকব।"
ফিল্ম ইন্ডাস্ট্রির কোন দুটি জিনিস তাপসী বদলাতে চান ? এই প্রশ্নের উত্তরে তাপসী বলেন, "এটা বারবার যেন বলা না হয় যে, মহিলা-কেন্দ্রিক ছবি যখন, তাহলে এর বাজেট কম। এটা আমার শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। এই যে ধারণটা আছে যে, মেয়ে-নির্ভর ছবি মানে চলবে না, এটাকে ওটিটিতে দিয়ে দাও, এটাকে সিনেমাহলে আসতে দিও না, কে এতে ঝুঁকি নেবে ? আমি চাই, এটা একটু বদলাক। কিছু মানুষ আছেন যাঁরা, এটাকে বদলানোর হিম্মতা রাখেন। দ্বিতীয়ত, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট সোশাল মিডিয়ার মাধ্যমে যেন তোলা না হয়। প্রতিভার উপর বিষয়টা দেখা হোক, ফলোয়ারের ভিত্তিতে যেন কারো কাস্টিং না হয়। দর্শকের কাছে একটু তো খিদে থাকুক যে, সহজে একে দেখা যায় না। বড় পর্দায় গিয়ে এর প্রতিভা দেখতে হবে। আমি চাই, অভিনেতা হিসাবে আমরা সেই বিষয়ে বেশি ফোকাস করি যে, স্ক্রিনে আমরা কী করব। শুরুতে সোশাল মিডিয়া ট্রোল প্রভাবিত করত। আমি পিপল প্লিজার নই। অনেক পরে বুঝতে পারলাম যে পিপল প্লিজার হতে গেলে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। " ABP Network Ideas of India 2025