মুম্বই: মাত্র ৪৩ বছর বয়সে চলে গেলেন ওয়াজিদ খান। মুম্বইয়ের চেম্বুরে সুরানা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই অবস্থার অবনতি হয়।

সলমন খানের প্রিয় দুই সুরকার সাজিদ-ওয়াজিদ বহু ছবিতে সুর দিয়েছেন। এমনকী লকডাউন চলাকালীন এপ্রিল মাসে তাঁরা একটি পপ গানে সুর দেন নাম পেয়ার করোনা, মানুষকে এই রোগের বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করেন তাঁরা। গানটি গেয়েছিলেন সলমন, ভিডিওতেও দেখা যায় তাঁকে। তখন কে জানত, ওয়াজিদের শরীরেও করোনা দেখা দেবে!

চলুন, দেখে নেওয়া যাক সাজিদ-ওয়াজিদের সুর দেওয়া কয়েকটি হিট গান

  • তেরি জওয়ানি


বলিউডে এই গানের মাধ্য়মে পা রাখেন তাঁরা। কাজল-সলমনের পেয়ার কিয়া তো ডরনা কেয়া-য় গানটি তুমুল জনপ্রিয় হয়।


  • সোনি ডে নখরে


  • ২০০৭-এর পার্টনার ছবির গান। ছবিতে ছিলেন গোবিন্দা, সলমন, লারা দত্ত ও ক্যাটরিনা।



    • হুড় হুড় দাবাং


    ২০১০-এর সুপারহিট ছবি দাবাং-এর এই গান এখনও ঘোরে মুখে মুখে।


    • ফেভিকল সে


    দাবাং ২-র গান। এতে করিনা কপূরের নাচ তুমুল জনপ্রিয়তা পায়।


    • চিন্তা তা চিতা


    রাউডি রাঠোর-এর গান। নাম ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার ও সোনাক্ষী সিংহ।


    • মুঝসে শাদি করোগি


    সাজি-ওয়াজিদের সঙ্গে এই ছবিতে সুর দিয়েছিলেন অনু মালিক। প্রিয়ঙ্কা চোপড়া, অক্ষয় কুমার ও সলমন খানের এই ছবির গান দুর্দান্ত হিট হয়।