নয়াদিল্লি: ক্রমবর্ধমান অর্থনীতি এবং স্মার্ট সিটি সহ কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক ও উদ্যোগী প্রকল্পের ফলে দেশে ইস্পাতের চাহিদা অদূর ভবিষ্যতে প্রভূত পরিমাণ বাড়বে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী চৌধুরি বীরেন্দর সিংহ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বল্পমূল্যের আবাসন ও নগর আবাসন মিশনের ফলে দেশে ইস্পাতের ব্যবহার বৃদ্ধি পাবে। শিল্পমহলের দাবি, দেশের মধ্যে ইস্পাতের ব্যবহারের হার ৭ শতাংশ বৃদ্ধি পাবে এবং সেই বৃদ্ধির ধারা ২০২৯-২০২০ তেও অব্যাহত থাকবে। এর প্রধান কারণ হল, পরিকাঠামো বিষয়ে কেন্দ্রীয় সরকারের বাড়তি উদ্যোগ। বীরেন্দর বলেন, ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী দেশে পরিণত হয়েছে। ভারতে ইস্পাত ব্যবহারের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।