দুবাই: কিং কোহলির মুকুটে নয়া পালক। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি-র ব্যক্তিগত শ্রেণির যাবতীয় পুরস্কার জিতে নিলেন বিরাট কোহলি। পাশাপাশি, বিশ্ব টেস্ট একাদশ ও ওডিআই একাদশের নেতাও নির্বাচিত হলেন ভারত অধিনায়ক।
এবছর কোহলি স্যর গারফিল্ড সোবার্স আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতে নেন। এই নিয়ে পরপর দুবছর তিনি এই খেতাব জিতলেন। এছাড়া, এবছর তিনি জিতেছেন আইসিসি টেস্ট এবং একদিনের বর্ষসেরা ক্রিকেটারের খেতাবও।





আইসিসি-র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন পুরস্কার একসঙ্গে একই বছর জেতা তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হলেন বিরাট কোহলি। এখানেই শেষ নয়। আইসিসি বিশ্ব টেস্ট ও একদিন-- একাদশের নেতাও নির্বাচিত হয়েছেন কোহলি। ২০১৮ সালটা বিরাটের কাছে সত্যিই তাৎপর্যপূর্ণ। এবছর কোহলি দুর্ধর্ষ ফর্মে ছিলেন। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একটি বছরে টেস্টে এবং তৃতীয় ওডিআই ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের বেশি করেছেন।



১৩টি টেস্টে পাঁচটি শতরান সহ ৫৫-র ওপর গড়ে ১,৩২২ রান করেছেন কোহলি। অন্যদিকে, গত বছর ১৪টি একদিনের ম্যাচ খেলেছেন কোহলি। সেখানে ৬টি শতরান সহ ১৩৩.৫৫ গড়ে ১২০২ রান করেছেন তিনি। এর পাশাপাশি, ১০টি টি২০ আন্তর্জাতিক ম্যাচে ২১১ রান করেছেন।



পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি কোহলি। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সারা বছর যে পরিশ্রম আপনি করেছেন, এই পুরস্কার তারই ফল। আইসিসি-র থেকে এই পুরস্কার পেয়ে একজন ক্রিকেটার হিসেবে গর্বিত। কারণ, বর্তমানে দারুন দারুন ক্রিকেটার এই খেলা খেলছেন। তাঁদের মধ্যে সেরা নির্বাচিত হওয়া সত্যিই একটা বড় স্বীকৃতি।



আইসিসি-র ২০১৮ বিশ্ব একাদশ টেস্ট দলে জায়গা পেয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের তিনজন করে ক্রিকেটার। অন্যদিকে, ২০১৮ বিশ্ব একাদশ একদিনের দলে জায়গা পেয়েছেন ভারত ও ইংল্যান্ডের চারজন করে ক্রিকেটার। টেস্ট দলে সবচেয়ে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হলেন ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্ত, যিনি আইসিসি-র বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।আবার, কোহলি বাদ দিয়ে ভারতের আরেক ক্রিকেটার বিশ্ব টেস্ট ও একদিন একাদশ -- উভয় দলেই জায়গা পেয়েছেন। তিনি টিম ইন্ডিয়াক তরুণ তুর্কি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।




পুরস্কারের তালিকা-


আইসিসি বর্ষসেরা ক্রিকেটার -  বিরাট কোহলি
আইসিসি টেস্ট ক্রিকেটার - বিরাট কোহলি
আইসিসি একদিনের ক্রিকেটার - বিরাট কোহলি
আইসিসি ইমার্জিং ক্রিকেটার - ঋষভ পন্ত