নয়াদিল্লি: আজ অম্বেডকরের জন্মদিন। ভারতের সংবিধানের জনকের জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি। এই দিন স্কুল, ব্যাঙ্ক-সহ কিছু সরকারি সংস্থা বন্ধ থাকে। প্রতিবছর এইদিন মোমবাতি জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দেশের মানুষ। সবাই তাঁকে 'বাবাসাহেব' নামেও চেনেন।


তিনি ছিলেন একজন দার্শনিক, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ


বাবাসাহেব আম্বেদকরের আসল নাম ভীমরাও রামজি অম্বেডকর। ১৪ এপ্রিল ১৮৯১ সালে তাঁর জন্ম হয়। তাঁর বাবার নাম রামজি সকপল। ১৮৯৭ সাল থেকে তাঁরা মুম্বইয়ে থাকতে শুরু করেন।  ১৯০৭ সালে ম্যাট্রিক পাশ করে এলফিনস্টোন কলেজে ভর্তি হন। ১৯১২ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। তিনি ছিলেন একজন দার্শনিক, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। ভারতের সংবিধানের প্রধান কারিগর ছিলেন তিনি। স্বাধীন ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর। পাশাপাশি দলিতদের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন। আজও  'বাবাসাহেব'-র উক্তি অনুপ্রেরণা দেয়।


অম্বেডকরের কিছু অণুপ্রেরণামূলক উক্তি :


১. গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপক্ষতার নীতিগুলিকে অন্তর্ভুক্ত করে এমন একটি সংবিধান থাকার জন্য আমি আমার দেশ ভারতকে নিয়ে গর্বিত।


২.  আমি সেই ধর্ম পছন্দ করি যা স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব শেখায়।


৩.  শিক্ষিত হও, সংগঠিত হও ।


৪. যতদিন অবধি আপনি সামাজিক স্বাধীনতা অর্জন না করেন, আইন দ্বারা যা কিছু স্বাধীনতা প্রদান করা হয়, তা আপনার কোনও কাজে আসবে না।


আজ বি আর অম্বেডকরের জন্মদিনে ট্যুইট করে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, 'বাবাসাহেবকে শত শত প্রণাম। জয় ভীম' বলে জানিয়েছেন মোদি।






আরও পড়ুন, 'আপনার উপস্থিতি মনোবল বাড়ায়', শাহ-কে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুদের 


প্রসঙ্গত, ১৯২৮ সালে পুণেতে প্রথম আম্বেদকরের অনুগামী ও একজন সমাজকর্মী জনার্দন সদাশিব রানাপিসে ভীম জয়ন্তী পালন করেন। এই দিনটিতে দেশের ২৫টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। তিনি আম্বেদকরের জন্মবার্ষিকীকে আম্বেদকর জয়ন্তী হিসাবে উদযাপন করা শুরু করেন এবং তারপর থেকে ভারত প্রতি বছর ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী বা ভীম জয়ন্তীকে সরকারি ছুটির দিন হিসাবে স্মরণ করে।