BrahMos Missile Deal: আরও শক্তিশালী হয়ে উঠবে ভারতীয় নৌবাহিনী। ভারতের প্রতিরক্ষা বিষয় ক্যাবিনেট কমিটির সুপারিশে ২০০টি ব্রহ্মোস মিসাইল (BrahMos Missile) কিনবে এবার ভারত সরকার। দেশের প্রতিরক্ষা বিভাগকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ব্রহ্মোস এয়ারোস্পেসের সঙ্গে মার্চ মাসের প্রথম সপ্তাহেই চুক্তি স্বাক্ষর করতে চলেছে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে।
ভারতীয় নৌবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র এই ব্রহ্মোস মিসাইল। শত্রুপক্ষের রণতরীকে নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে এই ব্রহ্মোস মিসাইল। রাশিয়া এবং ভারতের যৌথ সমন্বয়ে চলা ব্রহ্মোস এয়ারোস্পেস ইন্ডিয়ার সঙ্গে কিছুদিনের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হবে। জানা গিয়েছে এখন ব্রহ্মোস মিসাইলের (BrahMos Missile) বহু যন্ত্রাংশ ভারতেই তৈরি হচ্ছে। এএনআই সূত্রে জানা গিয়েছে যে মার্চ মাসের শুরুর দিকেই প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকে প্রায় ১৯ হাজার কোটি টাকার বিনিময়ে ২০০টি সুপারসনিক মিসাইল অন্তর্ভুক্ত হবে ভারতীয় নৌবাহিনীর।
এই মিসাইলের সাহায্যে নিখুঁত হামলা চালানো সম্ভব। সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান সব জায়গা থেকেই এই ব্রহ্মোস উৎক্ষেপণ করা যাবে আর তাই অ্যান্টিশিপ অভিযানের ক্ষেত্রে এই মিসাইল কাজে আসবে নৌবাহিনীর। সংবাদসূত্রে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই ফিলিপিন্সে এই ব্রহ্মোস মিসাইল (BrahMos Missile) রফতানি করা হবে। আর বিশ্বের মধ্যে প্রথম ব্রহ্মোস ক্রেতা হবে ফিলিপিন্স। শুধু ফিলিপিন্স নয়, দক্ষিণপূর্ব এশিয়ার বহু দেশ এই ব্রহ্মোস মিসাইল কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করছে।
ব্রহ্মোস এয়ারোস্পেসের প্রধান অতুল রানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত ৫ বিলিয়ন ডলারের রফতানির লক্ষ্যমাত্রা ছোঁয়ার জন্য খুবই চেষ্টা করছেন। ব্রহ্মোস এয়ারোস্পেসের চেয়ারম্যান জানিয়েছেন ফিলিপিন্সের প্রথম ৩৭৫ মিলিয়ন ডলারের রফতানি হওয়ার পরেই সংস্থা সম্পূর্ণভাবে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার দিকে চালিত হবে।
কত শক্তি ব্রহ্মোস মিসাইলের
ব্রহ্মোস মূলত একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা কিনা শব্দের চেয়ে প্রায় ২.৮-৩ গুণ দ্রুতগতিতে যেতে পারে। এর একটি অ্যান্টিশিপ সংস্করণ ২০২২ সালে ভারতের নৌবাহিনী ও আন্দামান নিকোবর কমান্ড একত্রে পরীক্ষা করেছিলেন। এটি বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ক্রুজ মিসাইল (BrahMos Missile) যা কিনা আমেরিকার সাবসনিক হারপুন ক্রুজ মিসাইলের থেকেও সাড়ে ৩ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। ২৯০ কিমি রেঞ্জের এই মিসাইলের ওয়ার হেডের ওজন ৩০০ কেজি। সামান্য ১০ মিটার উচ্চতা থেকেও গ্রাউন্ড টার্গেট চূর্ণ করতে পারে। মূলত ল্যান্ড বেসড টার্গেটের কথা মাথায় রেখেই এই মিসাইল তৈরি করা হয়েছে। INS রাজপুত যুদ্ধজাহাজে এটি বসানো হয়েছে ইতিমধ্যে।
আরও পড়ুন: Vespa Scooter: ট্যাঙ্ককেও উড়িয়ে দিত এই স্কুটার! মিসাইল-যুক্ত ভেসপার অবাক করা লুক!