নয়াদিল্লি: ফের একবার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নৌসেনার সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল। রবিবার, আরবসাগরে মোতায়েন দেশে তৈরি নৌসেনার স্টেলথ ডেস্ট্রয়ার "আইএনএস চেন্নাই" যুদ্ধজাহাজ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ভারত-রুশ যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস-এর।


প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা চূড়ান্ত সফল। সূত্রের খবর, এদিনের পরীক্ষায় উচ্চ-স্তরের এবং অত্যন্ত জটিল কৌশলের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। প্রত্যেকটি ক্ষেত্রে সফল ব্রহ্মোস। প্রতিরক্ষামমন্ত্রক জানিয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে ব্রহ্মোস।


প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, ব্রহ্মোস হল একটি প্রধান ও শক্তিশালী অস্ত্র, যা যে কোনও যুদ্ধজাহাজকে অপ্রতিরোধ্য করে তুলবে। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূমিতে থাকা দূরপাল্লার যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। এই মিসাইলের ফলে, ভারতীয় নৌসেনার ড্রেস্ট্রয়ারের মারণ-ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেল।


এই সফল উৎক্ষেপণ হওয়ার পর ডিআরডিও, ব্রহ্মোস সংস্থা ও ভারতীয় নৌসেনাকে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ডিআরডিও-র সকল বিজ্ঞানীদের অভিনন্দন জানান সংস্থার চেয়ারম্যান জি সতীশ রেড্ডি। তিনি বলেন, ভারতীয় সামরিক বাহিনীর শক্তি বিভিন্ন ভাবে বৃদ্ধি করবে ব্রহ্মোস।