পূর্ব বর্ধমান: বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার গয়না গায়েব হয়েছে বলে অভিযোগ। এক গ্রাহক অভিযোগ করেছেন, লকার থেকে তাঁর ৬০-৭০ ভরির গয়না খোওয়া গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অভিযোগকারী পবিত্র সামন্তর দাবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাদামতলা শাখায় প্রায় ৪০ বছর আগে তিনি একটি লকার ভাড়া নেন। ২০১৮ সালের অক্টোবরে লকারটি শেষবার ব্যবহার করেন। এরপর বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে গিয়ে তিনি দেখেন লকার ভাঙা, খোওয়া গিয়েছে প্রায় ৬০-৭০ ভরি গয়না। এনিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
লকার থেকে গয়না উধাও হওয়ার নেপথ্যে ব্যাঙ্ক কর্মীদের হাত রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
বর্ধমানের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে ৩৫ লাখ টাকার গয়না উধাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2020 12:09 PM (IST)
লকার থেকে গয়না উধাও হওয়ার নেপথ্যে ব্যাঙ্ক কর্মীদের হাত রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -