নয়াদিল্লি: ভ্যাকসিন আমদানি করার জন্য ভারতে বিমান পাঠাল ব্রাজিল। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সহযোগী প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট থেকে ২০ লক্ষ ভ্য়াকসিন আমদানি করছে তারা।
স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্ডো পাজুয়েলো জানান, শনিবার সেদেশে ফিরবে ভ্যাকসিন ভর্তি প্লেন। জানা গিয়েছে, গত সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনেরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন। তিনি উল্লেখ করেন, ভারত থেকে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড আমদানি করতে চান। পাজুয়েলো বলেন, সিরাম ইনস্টিটিউটের বানানো ভ্যাকসিন আমদানির সব প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন শুধু ভ্যাকসিন দেশে পৌঁছানোর অপেক্ষা।
কীভাবে দেশে টিকাকরণ হবে? তা নিয়ে বেশ চাপেই আছেই ব্রাজিল সরকার। ব্রাজিলের নিয়ামক সংস্থা এখনও টিকাকরণ নিয়ে কোনও অনুমোদন নেয়নি। আগামী রবিবার এই নিয়ে বৈঠকে বসবে ব্রাজিল সরকার। আদৌ ব্যবহার করা যাবে কি না, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তা ঠিক হবে ওই বৈঠকেই।
করোনা পর্বে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বলসেনেরো। তিনি বলেন, আমি সবাইকে জানাচ্ছি ভ্য়াকসিন নেব না। ভ্য়াকসিন নেওয়া না নেওয়া আমার ব্য়ক্তিগত ব্য়াপার। এটা আমার অধিকারের মধ্য়ে পড়ে। তার আগেও করোনা পর্বে একাধিকবার বিতর্কে জড়ান তিনি। মারণ ভাইরাসকে সাধারণ ফ্লু বলেছিলেন তিনি। আবার ভ্য়াকসিন বাজারে এলে ব্রাজিলের নাগরিকদের তা প্রয়োজন হবে না বলেছিলেন, কারণ ব্রাজিলবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বলে তাঁর মত। কংগ্রেস চায় ব্রাজিলবাসী ভ্য়াকসিন নিক। পরে আবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণাও করেন তিনি।
উল্লেখ্য, বিশ্বে করোনায় কমেছে দৈনিক মৃত্যু। তবে দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৯ লক্ষ ৭৫ হাজার ৭০৭ জনের। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ২২ লক্ষ ৪০ হাজার ৩৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫ কোটি ৯ লক্ষ ৪০ হাজার ৬০ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ১২ হাজার ৪১৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৫২৮।