নয়াদিল্লি: চলতি বছরের শেষের দিকে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট সি জিনপিং। বেশ কয়েক মাস দুই দেশের সীমান্ত সংঘাত ঘিরে উত্তেজনার পর চিনের প্রেসিডেন্ট ভারতে আসতে পারেন। করোনাভাইরাস জনিত পরিস্থিতির উন্নতি হলে এ বছরের ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলন ভারতে আয়োজনে সমর্থন জানিয়েছে চিন। এরপরই চিনের প্রেসিডেন্টের ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। 
চলতি বছর ভারতের ব্রিকসের চেয়ারম্যান পদে আসীন হওয়া সম্পর্কে প্রশ্নের উত্তরে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি বলেছেন, এ বছরের ব্রিকসের বৈঠক আয়োজনের ব্যাপারে আমরা ভারতকে সমর্থন করছি এবং এক্ষেত্রে ভারত ও অন্যান্য সদস্যদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, যোগাযোগের প্রসারে একযোগে কাজ করতে আমরা প্রস্তুত। ওয়েনবিন বলেছেন, আর্থিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক-এই তিন স্তরীয় ভিত্তির ক্ষেত্রে সহযোগিতার প্রসারের লক্ষ্যে ব্রিসকের বাকি দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে তৈরি চিন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কোভিড-১৯-এর মোকাবিলার লক্ষ্য পূরণ, আর্থিক বৃদ্ধি ও আন্তর্জাতিক প্রশাসনের উন্নতির লক্ষ্যে বৃহত্তর ব্রিকস সহযোগিতার প্রসারের ব্যাপারে পদক্ষেপ নিতে প্রস্তুত চিন। 
ওয়েনবিন আরও বলেছেন, ক্রমবর্দ্ধমান বাজার ও উন্নয়ণশীল দেশগুলি নিয়ে গড়ে উঠেছে ব্রিকস। এটি সহযোগিতার একটি ব্যবস্থা, যার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব রয়েছে। 
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্দ্ধমান সংহতি, শক্তিশালী ব্যবহারিক সহযোগিতা ও বাড়তে থাকা প্রভাবের কারণে ব্রিকস আন্তর্জাতিক বিষয়ে স্থিতিশীলতার ক্ষেত্রে ব্রিকস গঠনমূলক শক্তি হয়ে উঠেছে। 
তিনি আরও বলেছেন, ব্রিকসের সহযোগিতা সংক্রান্ত ব্যবস্থাপনাকে চিন অত্যধিক গুরুত্ব দেয়। ব্রিকসের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা এবং ব্রিকসের সংহতি ও সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক গতি দানের ব্যাপারে চিন প্রতিশ্রুতিবদ্ধ। 
গত ১৯ ফেব্রুয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সুষমা স্বরাজ ভবনে ব্রিকস সচিবালয়ে ভারতের ব্রিকস ২০২১ ওয়েবসাইটের সূচনা করেছিলেন। 
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জিনপিং ভারতে আসবেন কি না, তা নিশ্চিত করেনি সে দেশের বিদেশমন্ত্রক। কিন্তু এর আগে ব্রিকসের বার্ষিক শীর্ষ সম্মেলনগুলিতে যোগ দিয়েছিলেন জিনপিং। গত বছরেও অনুষ্ঠিত সশরীরে ও ভার্চুয়াল বৈঠকগুলিতে যোগ দিয়েছিলেন তিনি।