চিক্কাবল্লাপুর: কর্ণাটকের চিক্কাবল্লাপুরে সোমবার রাতে জিলেটিন বিস্ফোরণে মৃত্যু হল ছয় জনের। জখম আরও একজন। এই ঘটনা চিক্কাবল্লাপুরের হীরেনগবল্লি গ্রামে হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্বাই মঙ্গলবার দুর্ঘটনাস্থলে যান। মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও পদস্থ আধিকারিকদের ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে এর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।


জিলেটিন বিস্ফোরণে ছয় জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কর্ণাটকের চিক্কাবল্লাপুরে দুর্ঘটনায় জীবন ও সম্পত্তি হানিতে মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।


কর্ণাটকের মন্ত্রী মুরুগেশ নিরানী বলেছেন, শিমোগা বিস্ফোরের পর এমন দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনার তদন্ত করবে সরকার এবং এর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্ত্রী আরও বলেছেন, এই বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়েছে।একজন আহত। প্রচুর সংখ্যক বিস্ফোরক এক জায়গায় রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল সফর করেছেন।


জানা গেছে, খনন কাজের জন্য ব্যবহৃত জিলেটিন স্টিকগুলি নষ্ট করার সময় বিস্ফোরণ ঘটে। মৃত ও জখমরা এগুলি অবৈধভাবে রেখেছিলেন। পুলিশের তল্লাশির ভয়ে তাঁরা সেগুলি নষ্ট করে ফেলার চেষ্টা করেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে।