গোন্ডা: বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের ছেলের কনভয়ের গাড়ি চাপা দিল তিন জনকে, যার মধ্যে এক কিশোর এবং এক তরুণের মৃত্যু হয়েছে। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক মহিলাও। মহিলা কুস্তিগীরদের যৌন নিগ্রহের অভিযোগে এবার ব্রিজভূষণকে টিকিট দেয়নি বিজেপি। তবে উত্তরপ্রদেশের কৈসরগঞ্জ লোকসভা আসনে তাঁর ছেলে কর্ণভূষণকে প্রার্থী করা হয়। সেই কর্ণভূষণের কনভয়ের গাড়ির নীচেই চাপা পড়ে মৃত্যু হল দু'জনের। (Karan Bhushan Singh)


উত্তরপ্রদেশের গোন্ডার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে কর্নেলগঞ্জ-হুজুরপুর এলাকায় এই ঘটনা ঘটে। হুজুরপুরের দিকে এগোচ্ছিল কর্ণভূষণের কনভয়। রাস্তায় ভিড় জমা হয়েছিল তাঁকে দেখতে। সেই সময় একটি মোটর সাইকেলকে ওভারটেক করার চেষ্টা করে তাঁর কনভয়ে থাকা একটি ফরচুনার গাড়ি। ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন কয়েক জন। তাঁদের মধ্যে তিন জনকে পিষে দেয় গাড়িটি। রাস্তার ধারে বাড়ির চৌকাঠে বসে থাকা এক মহিলাকেও ধাক্কা মারে গাড়িটি। (Brij Bhushan Sharan Singh)


দুর্ঘটনার সময় গাড়িটির গতি এতই বেশি ছিল যে, সামনের চাকাটি খুলে ছিটকে যায় বেশ কিছু দূরে। এয়ারব্যাগ খুলে যাওয়ায় গাড়িতে সওয়ার যাত্রীরা রক্ষা পান। ওই ফরচুনার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃতদের দেহও তারা তুলে নিয়ে গিয়েছে। তবে পুলিশের দাবি, ব্রিজভূষণের ছেলের  কনভয়ের একটি গাড়িই এই দুর্ঘটনা ঘটিয়েছে। তবে কনভয়ে ব্রিজভূষণ ছিলেন কি না, তা তদন্ত সাপেক্ষ। ফরচুনার গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।



আরও পড়ুন: Arvind Kejriwal: ফের ধাক্কা কেজরিওয়ালের, জামিনের মেয়াদবৃদ্ধি নিয়ে শুনানিতে রাজি হল না সুপ্রিম কোর্ট


স্থানীয়রা জানিয়েছেন, ঘাতক গাড়িটিকে 'Police Escort' লেখা ছিল। অর্থাৎ ভিআইপি কনভয়েই ওই গাড়ি ব্যবহৃত হয়। থানায় এফআইআর করেছেন চন্দা বেগম নামের এক মহিলা। তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৯টা নাগাদ তাঁর ১৭ বছরের থেলে রেহান এবং ২৪ বছরের ভাইপো শাহজাদ মোটর সাইকেলে চেপে ওষুধ কিনতে বেরোন। সেই সময় উল্টোদিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িটি তাঁদের ধাক্কা মার। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। 


দুর্ঘটনায় আহত এক জন এবং গাড়ির ধাক্কায় আহত মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কড়া পদক্ষেপের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।



এই ঘটনায় ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লেখে, 'বাবা নারী নিগ্রহকারী, ছেলে খুনি! এই না হলে 'মোদির পরিবার'! উত্তরপ্রদেশের গোন্ডায় ব্রিজভূষণ শরণ সিংহের পুত্র তথা বিজেপি প্রার্থী কর্ণভূষণ সিংহের কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। আহত হলেন আরও একজন। নেতা সেজে বসে থাকা এই জনবিরোধীদের অবিলম্বে গণতান্ত্রিক পথে সমূলে উৎখাত করুন। নাহলে সমূহ বিপদ'!


কর্ণভূষণ হলেন ব্রিজভূষণের ছোট ছেলে। যৌন নিগ্রহ অভিযুক্ত ব্রিজভূষণকে টিকিট না দিলেও, তাঁর সাংসদ পদ খারিজ করেনি বিজেপি। সেই নিয়ে বিরোধীরা লাগাতার প্রশ্ন তুললেও, বিজেপি নীরবই থেকেছে। বরং এবারের লোকসভা নির্বাচনে তাঁর ছেলে কর্ণকে টিকিট দেওয়া হয়। এবছরই উত্তরপ্রদেশ কুস্তি সংগঠনের প্রেসিডেন্ট নিযুক্ত হন তিনি। জাতীয় স্তরের শ্যুটার ছিলেন নিজেও। পাশাপাশি, গোন্ডার সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদেও রয়েছেন।