নয়া দিল্লি: বিশ্বজুড়ে ওমিক্রন (Omicron)-আতঙ্ক। ব্রিটেনে (Britain) আরও ৮৬ জনের শরীরে মিলল করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। এই নিয়ে ওই দেশে ওমিক্রন-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৬। ব্রিটে‌নে ক‌রোনায় আক্রান্ত ও মৃত‌্যুহার বাড়ায় ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার। দেশটিতে ঢুকতে আগ‌ামী মঙ্গলবার থে‌কে করোনা টে‌স্টের নে‌গেটিভ সা‌র্টিফিকেট দেখাতে হ‌বে, এমনটাই খবর। তৃতীয় ঢেউ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা।


এদিকে, ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। রাজস্থানে ৯ জন এবং মহারাষ্ট্রে আরও ৭ জনের শরীরে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ ও ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসতে চলেছে টিকাকরণের টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ।


দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রনের সংক্রমণ।কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার দিল্লি, রাজস্থানেও মিলল ওমিক্রন-আক্রান্তের হদিশ। রাজস্থানে ৯ জন এবং মহারাষ্ট্রে খোঁজ মিলল আরও সাতজন আক্রান্তের।সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ ছাড়িয়ে গেল।


তবে দেশের রাজধানীতেও ওমিক্রন ঢুকে পড়ায় চিন্তা বেড়েছে সবার। কেজরিওয়াল সরকারের তরফে জানানো হয়েছে, পূর্ব আফ্রিকার তানজানিয়া থেকে দিল্লি ফেরত ১৭ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাঁদের মধ্যে ৬ জন একই পরিবারের। আক্রান্তদের মধ্যে ৩৭ বছরের এক ব্যক্তিকে দোসরা ডিসেম্বর, গা ব্যথা, জ্বরের মতো কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।এরপরই তাঁর শরীরে ওমিক্রনের হদিশ মেলে।


অন্যদিকে, নিউ ইয়র্কে এ পর্যন্ত মোট ৮টি সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সাতটিই নিউ ইয়র্ক সিটিতে। নেব্রাস্কা, মিনেসোটা, ক্যালিফর্নিয়া, হাউয়াই, উটাহ, কলোরাডোয় ছড়িয়ে পড়েছে স্ট্রেনটি।  নিউ ইয়র্কে নতুন করে তিন জনের শরীরে ভেরিয়েন্টটি মিলেছে। নিউ জার্সি, জর্জিয়া, পেনসিলভ্যানিয়া, মেরিল্যান্ড... এক এক করে বিভিন্ন প্রদেশে ধরা পড়ছে ওমিক্রন সংক্রমণ।