নয়াদিল্লি: মাসখানেক বাকি থাকলেও ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই (Republic Day 2023)। এ বার তার জন্য বিশেষ ব্যবস্থাপনা চলছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF) মহিলা কর্মীদের দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। পুরুষ কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুধু উপস্থিত থাকাই নয়, উটের পিঠে, রাজকীয় পোশাকে দেখা যাবে তাঁদের (BSF Women Contingent)।  


BSF-এর উষ্ট্রবাহিনীর মহিলা কর্মীরাও এ বার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে


১৯৭৬ সাল থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অংশ বিএসএফ-এর উষ্ট্রবাহিনী (BSF Camel Contingent)। এই প্রথম তাতে মহিলা কর্মীরাও যোগ দিচ্ছেন। অর্থাৎ পুরুষ সতীর্থদের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাঁরাও উপস্থিত থাকবেন এ বছর। তবে সাধারণ উর্দি নয়, রাজকীয় পোশাকে রাজপথে তাঁদের দেখা মিলবে।


আরও পড়ুন: Vande Bharat Menu: বাড়তি টাকা দিতে হয় না, সকাল থেকে রাত, বন্দে ভারতের মেনু নজরকাড়া


সেনা সূত্রে জানা গিয়েছে, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রাঘবেন্দ্র রাঠৌর এই বিশেষ রাজকীয় পোশাক তৈরির বরাত পেয়েছেন। সীমান্তের মহিলা প্রহরীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই রাজকীয় পোশাক। দেশের বিভিন্ন প্রান্তের শিল্প ও কারুকার্য ফুটিয়ে তোলা হবে তাতে। জোধপুরে রাঘবেন্দ্রর স্টুডিওতে সেগুলিকে একত্রিত করা হবে। ফলে রাজস্থানের প্রচলিত কারুকার্যও ফুটিয়ে তোলা হবে পোশাকে।


১৯৭৬ সাল থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অংশ বিএসএফ-এর উষ্ট্রবাহিনী


বিএসেফ-এর পোশাক বলে কথা, তাই দেশের সম্মান জড়িয়ে রয়েছে। সেই অনুযায়ী, জোধপুরি বন্ধ গলার আদলে তৈরি করা হচ্ছে এই পোশাক। তাতে জারদৌসির কাজ থাকবে। বেনারসির ছোঁয়াও রাখছেন রাখবেন্দ্র। ৪০০ বছরের পুরনো রাজস্থানের ডঙ্কে সেলাইয়ের কাজ থাকবে পোশাক জুড়ে, যাতে রুপো, সোনার সুতোর কাজ থাকবে। পোশাকের সঙ্গে থাকছে পাগড়িও, যার মাধ্যমে রাজস্থানের মেবারের ঐতিহ্যের ছোঁয়া রাখা হচ্ছে। মেবারের সম্মান এবং মর্যাদার সঙ্গে জড়িয়ে এই পাগড়ি।


এ বারে ভারতে প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হয়ে আসছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতে আল-সিসি। ২০২২ সালে দুই দেশেরই স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হয়েছে। ২০১৪ থেকে তিনি মিশরের প্রেসিডেন্ট। সেই থেকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের নিবিড়তা বোঝাতেই এ বার তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।