Interim Budget 2024 Live : 'পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না'

Union Budget 2024 Live : দেশজুড়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্য়ে কি কোনও বিশেষ প্রকল্পের ঘোষণা করতে পারে মোদি সরকার? মূল্য়বৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষের কি সুরাহার পথ দেখাবে এই ভোট অন অ্য়াকাউন্ট?

ABP Ananda Last Updated: 01 Feb 2024 11:16 PM

প্রেক্ষাপট

আজ অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024 )  পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( Nirmala Sitharaman)।এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করছেন  তিনি। লোকসভা ভোটের বছরে, কর কাঠামোয় ছাড় দেবে...More

Budget Speech 2024: সরকার নতুন কর প্রকল্পের অধীনে আয়করের হার কমিয়েছে

সরকার নতুন কর প্রকল্পের অধীনে আয়করের হার কমিয়েছে। ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। কর্পোরেট ট্য়াক্স ৩০% থেকে কমে হয়েছে ২২%, অন্তর্বর্তী বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমত্রী নির্মলা সীতারামনের।