Interim Budget 2024 Live : 'পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না'

Union Budget 2024 Live : দেশজুড়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্য়ে কি কোনও বিশেষ প্রকল্পের ঘোষণা করতে পারে মোদি সরকার? মূল্য়বৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষের কি সুরাহার পথ দেখাবে এই ভোট অন অ্য়াকাউন্ট?

ABP Ananda Last Updated: 01 Feb 2024 11:16 PM
Budget Speech 2024: সরকার নতুন কর প্রকল্পের অধীনে আয়করের হার কমিয়েছে

সরকার নতুন কর প্রকল্পের অধীনে আয়করের হার কমিয়েছে। ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। কর্পোরেট ট্য়াক্স ৩০% থেকে কমে হয়েছে ২২%, অন্তর্বর্তী বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমত্রী নির্মলা সীতারামনের। 

Interim Budget 2024: অন্তর্বর্তী বাজেটে সারভাইক্য়াল ক্য়ানসার ভ্য়াকসিন দেওয়ার প্রতিশ্রুতি

সারভাইক্য়াল ক্য়ানসার ভ্য়াকসিন দেওয়ার প্রতিশ্রুতি। সারভাইক্য়াল ক্য়ান্সার রোধে, ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের সারভাইক্য়াল ক্য়ানসার ভ্য়াকসিনেশন দেওয়ার ব্য়াপারে উৎসাহিত করবে এই সরকার। কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেটে একথা জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

Budget Speech 2024: গ্রহণযোগ্যতা এবং লক্ষ্য হারিয়েছে বাজেট : মল্লিকার্জুন খাড়গে

গরিব, মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্তদের জন্য অন্তর্বর্তী বাজেটে কিছুই নেই। গ্রহণযোগ্যতা এবং লক্ষ্য হারিয়েছে বাজেট। ১০ বছরের নিরিখে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলির বিশদ বিবরণ দেওয়া হয়নি সরকারের তরফে। কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট সম্পর্কে মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। 

Interim Budget 2024: বিনামূল্যে বিদ্যুৎ ! অন্তর্বর্তী বাজেটে কী জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

ছাদে সৌর শক্তির ব্যবহারের মাধ্য়মে ১ কোটি বাড়ি প্রতি মাসে প্রায় ৩০০ ইউনিট বিদ্য়ুৎ বিনামূল্য়ে পাবে। এর ফলে এক একটি পরিবারে বার্ষিক ১৬ থেকে ১৮ হাজার টাকার বিদ্য়ুৎ সাশ্রয় হবে। 

Budget Speech 2024: অন্তর্বর্তী বাজেট সম্পর্কে কী বলছেন বেঙ্গালুরুর কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ?

অন্তর্বর্তী বাজেট সম্পর্কে, বেঙ্গালুরুর কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ বলেছেন, "এটি নির্বাচনী বাজেট। অন্তর্বর্তী বাজেটে, শুধুমাত্র নাম পরিবর্তন করা হয়েছে।স্কিমগুলির কিছু সংস্কৃত হিন্দি নাম চালু করেছে কেন্দ্র। দক্ষিণ ভারতের রাজ্যগুলির নিরিখে সঠিক ভাবে জিএসটি এবং সরাসরি করের অংশ বলা হয়নি বাজেটে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি অন্যায়ের সম্মুখীন হচ্ছে। দক্ষিণের রাজ্যগুলি থেকে সংগৃহীত অর্থ উত্তর ভারতীয় রাজ্যগুলিকে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা আলাদা দেশ দাবি করতে বাধ্য হব।" 

Interim Budget 2024: কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে কী বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

গ্রামীণ এলাকায় PM আবাস যোজনায় ৭০% বাড়ি দেওয়া হয়েছে। এর মধ্য়ে অনেক বাড়ির মালিক মহিলা। যা তাঁর সম্মান-মর্যাদা বৃদ্ধি করেছে। ৩ কোটি বাড়ি তৈরির টার্গেট পুরণ করেছে PM আবাস যোজনা। আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি করা হবে। 

Budget Speech 2024: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে আয়কর অপরিবর্তিত, নারী ক্ষমতায়নে জোর

চমক ছাড়াই ভোটের আগে দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে আয়কর অপরিবর্তিত, নারী ক্ষমতায়নে জোর। ৫ বছরে ১ কোটি থেকে বাড়িয়ে ২ কোটি  'লাখপতি দিদি’ করার লক্ষ্যমাত্রা। 'সব আশাকর্মীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। 

Interim Budget 2024 : অন্তর্বর্তী বাজেট দেখে অখুশি বাজার, গতি দেখাল না নিফটি ৫০, সেনসেক্স

অন্তর্বর্তী বাজেট দেখে অখুশি বাজার, গতি দেখাল না নিফটি ৫০, সেনসেক্স। ২১,৭৩৩ পয়েন্টে থমকে গেল নিফটি ৫০।

Budget Speech 2024 :  ৯ থেকে ১৪ বছরের মেয়েদের জন্য সারভাইক্যাল ক্যানসারের টিকা আমরা পৌঁছে দিতে চাই

'আমাদের সরকার আরও অনেকগুলো মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল তৈরি করতে চায়।  ৯ থেকে ১৪ বছরের মেয়েদের জন্য সারভাইক্যাল ক্যানসারের টিকা আমরা পৌঁছে দিতে চাই'

Income Tax 2024: 'প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে'

'নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না, জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোডম্যাপ সামনে আসবে' বললেন নির্মলা 

Income Tax 2024: নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না

  • 'গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে'

  • 'নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না'

  • 'জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোডম্যাপ সামনে আসবে'

Budget 2024: এবারের বাজেটে নজরে লাক্ষাদ্বীপের পর্যটন


'নজরে লাক্ষাদ্বীপে পর্যটন, জোর দেওয়া হচ্ছে উন্নয়নে। দেশের পরিকাঠামোয় ১১ হাজার ১১১ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে'

India Budget 2024 Live : '৫০ বছরের জন্য বিনা সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত' বাজেটে


তরুণদের জন্য সীতারমণের ঘোষণা, 'বিকশিত ভারতের জন্য রাজ্যগুলিকে ৭৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে, ৫০ বছরের জন্য বিনা সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত'










 







Budget 2024 announcement: ৪০ হাজার রেল কোচকে বন্দে ভারতের আওতায় আনা হবে, প্রতিশ্রুতি বাজেটে

পরিবহণ নিয়ে যা যা বললেন অর্থমন্ত্রী 



  • ৪০ হাজার রেল কোচকে বন্দে ভারতের আওতায় আনা হবে

  • আকাশপথে ৫৭০টি নতুন রুট তৈরি হয়েছে

  • ১০ বছরে বিমানবন্দরগুলির ক্ষমতা দ্বিগুণ হয়েছে

  • মেট্রো রেলের সম্প্রসারণে সবরকম সহায়তা করবে সরকার 
    '

Union Budget 2024 : প্রায় এক কোটি মহিলা 'লাখপতি দিদি' হয়েছেন, দাবি অর্থমন্ত্রীর

'৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে ৯ কোটি মহিলা যুক্ত হয়েছেন। প্রায় এক কোটি মহিলা 'লাখপতি দিদি' হয়েছেন'

Union Budget 2024 : প্রায় এক কোটি মহিলা 'লাখপতি দিদি' হয়েছেন, দাবি অর্থমন্ত্রীর

'৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে ৯ কোটি মহিলা যুক্ত হয়েছেন। প্রায় এক কোটি মহিলা 'লাখপতি দিদি' হয়েছেন'

Interim Budget 2024: সার্ভাইক্যাল ক্যান্সার রুখতে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

'সব আশাকর্মীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। সার্ভাইক্যাল ক্যান্সার রুখতে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। ৯ থেকে ১৪ বছরের মেয়েদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে'

Budget 2024 India : জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের দরজা খুলে যাবে, দাবি অর্থমন্ত্রীর

  • জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের দরজা খুলে যাবে

  • স্কিল ইন্ডিয়া মিশনে ১ কোটি ৪০ লক্ষ যুবকের প্রশিক্ষণ হয়েছে

Budget 2024 India : জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের দরজা খুলে যাবে, দাবি অর্থমন্ত্রীর

  • জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের দরজা খুলে যাবে

  • স্কিল ইন্ডিয়া মিশনে ১ কোটি ৪০ লক্ষ যুবকের প্রশিক্ষণ হয়েছে

Nirmala Sitharaman Speech : আমাদের লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি, নতুন বিনিয়োগ নিয়ে আসা, বললেন নির্মলা

  • 'জিএসটি-র মাধ্যমে এক দেশ, এক বাজার, এক কর পদ্ধতি চালু হয়েছে'

  • 'জিএসটি-তে আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে'

  • 'আমাদের লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি, নতুন বিনিয়োগ নিয়ে আসা'

Union Budget Speech : মানুষের প্রকৃত আয় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, দাবি অর্থমন্ত্রীর

  • 'দেশের মানুষের প্রকৃত আয় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে'

  • 'দুর্নীতির বিরুদ্ধে আমাদের আপোসহীন লড়াই চলছে'

Nirmala Sitharaman Budget Speech 2024 : ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন, দাবি নির্মলার

  • '২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন'

  • '১১ কোটি ৮০ লক্ষ কৃষক কেন্দ্রীয় প্রকল্পে উপকৃত'

Nirmala Sitharaman Speech Live : স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষিত করেছে : নির্মলা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, "স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষিত করেছে।  ৫৪ লক্ষ যুবককে দক্ষ করে তুলেছে। ৩০০০ টি নতুন আইটিআই প্রতিষ্ঠা করেছে। ৭ টি আইআইটি, ১৬ টি আইআইআইটি, ৭ টি আইআইএম, ১৫ টি AIIMS এবং ৩৯০ টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।''

Nirmala Sitharaman LIVE : 'দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সরকার চালানোই আমাদের লক্ষ্য'  বললেন অর্থমন্ত্রী

'দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সরকার চালানোই আমাদের লক্ষ্য' 





 

Nirmala Sitharaman Budget speech Live : গরিবের হাতে আর্থিক ক্ষমতা দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই: অর্থমন্ত্রী

  • 'প্রধানমন্ত্রী যুবসমাজ, মহিলা, কৃষক ও গরিবের উন্নয়নে নিরন্তর কাজ করছেন'

  • 'গরিবের হাতে আর্থিক ক্ষমতা দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই'

Interim Budget Live : ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার : অর্থমন্ত্রী

  • ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার

  • ২০৪৭ সালের মধ্যে দেশের সব শ্রেণির মানুষ যাতে সব সুবিধা পায়, সেটাই আমাদের লক্ষ্য

Budget 2024 Expectation: দেশের অর্থনীতি গত ১০ বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে, বললেন নির্মলা

কী বললেন নির্মলা ?



  • দেশের অর্থনীতি গত ১০ বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে

  • আমাদের লক্ষ্য 'সব কা সাথ, সব কা বিকাশ

Interim Budget 2024 : হাতে 'বহি-খাতা', নীল শাড়িতে বাজেট পেশ করতে চললেন সীতারমণ

মোদি সরকারের শেষ বাজেট। ভোটের মুখে কী থাকবে নির্মলা সীতারমণের ষষ্ঠ বাজেটে? জানা যাবে আর কিছুক্ষণেই।





Income Tax Structure 2024 : আয়করের বোঝা কমবে? উত্তরের অপেক্ষায় সাধারণ

লোকসভা ভোটের আগে আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট। আয়করের বোঝা কমবে? রান্নার গ্যাস বা গাড়ির জ্বালানির দামে মিলবে সুরাহা? কেন্দ্রের স্বাস্থ্য বিমায় বাড়বে কভারেজের অঙ্ক? মহিলা, তরুণ, গরিব কৃষকদের জন্য কোনও উপহার ঘোষণা করা হবে? আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ষষ্ঠ বাজেটে নজর সারা দেশের। 

Interim Budget 2024 :বৃষ্টিতে ভিজছে রাজধানী, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি

বৃষ্টিতে ভিজছে রাজধানী। সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। লোকসভা ভোটের আগে আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট।





Union Budget 2024 : বৃষ্টিতে ভিজছে রাজধানী, তারই মধ্যে বাজেট পেশের চূড়ান্ত তোরজোর

বৃষ্টিতে ভিজছে রাজধানী, তারই মধ্যে বাজেট পেশের চূড়ান্ত তোরজোর





Nirmala Sitharaman Live : অর্থমন্ত্রকে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা, দেখুন ভিডিও

অর্থমন্ত্রকে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা , আজ ভোটের আগে শেষ বাজেট





Budget 2024 Live : অর্থমন্ত্রকে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা

অর্থমন্ত্রকে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা । আজ ভোটের আগে শেষ বাজেট। 

Budget 2024 : ভোট অন অ্য়াকাউন্টে সাধারণত কোনও বড় ঘোষণা করা হয় না

ভোট অন অ্য়াকাউন্টে সাধারণত কোনও বড় ঘোষণা করা হয় না।
কিন্তু কখনও কখনও তার ব্য়তিক্রমও হয়।

Union Budget 2024 : নতুন সরকার ক্ষমতায় আসার পরে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট

বাজারে গতি আনতে চাহিদা বৃদ্ধির কি বিশেষ কোনও কৌশল নেবে কেন্দ্র?  ভোট অন অ্য়াকাউন্টের পর অপেক্ষা করতে হবে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটের জন্য।

Union Budget 2024 : নতুন সরকার ক্ষমতায় আসার পরে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট

বাজারে গতি আনতে চাহিদা বৃদ্ধির কি বিশেষ কোনও কৌশল নেবে কেন্দ্র?  ভোট অন অ্য়াকাউন্টের পর অপেক্ষা করতে হবে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটের জন্য।

Budget 2024 Live : বাড়বে আয়করের ঊর্ধ্বসীমা? সুরাহা মিলবে মধ্যবিত্তর?

বাড়বে আয়করের ঊর্ধ্বসীমা? সুরাহা মিলবে মধ্যবিত্তর? লোকসভা ভোটের আগে আজ মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট। 

Budget 2024 News Live : নতুন সংসদ ভবনে সকাল ১১টায় অন্তর্বর্তী বাজেট পেশ

লোকসভা ভোটের আগে মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ। নতুন সংসদ ভবনে সকাল ১১টায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

Budget 2024 live : মোরারজি দেশাইয়ের পর টানা ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা

মোরারজি দেশাইয়ের পর টানা ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা
কর ছাড়ে সুরাহা হবে মধ্যবিত্তের?
বাড়ি বা ফ্ল্যাট কেনায় নতুন কোনও প্রকল্প আনবে মোদি সরকার?
গৃহঋণে কমবে সুদের হার?
কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্পে হবে বাড়তি বরাদ্দ?
নজর মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেটে

GST News: জানুয়ারিতে জিএসটি থেকে সরকারি কোষাগারে এসেছে ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা

বাজেট পেশের আগে দেশের অর্থনীতির জন্য বড় খবর|
জানুয়ারিতে জিএসটি থেকে সরকারি কোষাগারে এসেছে ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা

Budget 2024 live : আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করবেন তিনি। লোকসভা ভোটের বছরে, কর কাঠামোয় ছাড় দেবে মোদি সরকার? নজর সীতারমণের অন্তর্বর্তী বাজেটের দিকে।

Budget 2024 India : নতুন কিছু করার নেই, বাজেট নিয়ে বললেন দিলীপ ঘোষ 

যা করার মোদিজি করে দিয়েছেন। নতুন কিছু করার নেই। যে কাজগুলো চলছে সেগুলো শেষ হচ্ছে। ২-৩ মাসের জন্য বাজেট, আর কী নতুন হতে পারে? পশ্চিমবঙ্গে কত টাকা বাকি আছে, খরচা হচ্ছে না, কত বড় দুর্নীতি হচ্ছে, সেটা বলতে পারেন হয়তো, গতবারেও বলেছেন তাই : দিলীপ ঘোষ 

প্রেক্ষাপট

আজ অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024 )  পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( Nirmala Sitharaman)।এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করছেন  তিনি। লোকসভা ভোটের বছরে, কর কাঠামোয় ছাড় দেবে মোদি সরকার? নজর সীতারমণের অন্তর্বর্তী বাজেটের দিকে। 


লোকসভা ভোটের বছরে, আজ নতুন সংসদ ভবনে প্রথমবার, অন্তর্বর্তী বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এটাই দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। আজ অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশের মধ্য়ে দিয়ে নজির স্থাপন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।


কেন্দ্রের বিজেপি সরকারের দাবি, ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে ভারত। তাই, এই অন্তর্বর্তী বাজেট নিয়ে, মানুষের মনে প্রত্যাশার শেষ নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অন্তর্বর্তী বাজেটে দৃষ্টি আকর্ষণের জন্য কোনও ঘোষণা হবে না। তবে অন্তর্বর্তী বাজেট হলেও মোদি সরকার কর কাঠামোয় কিছু ছাড় দেয় কি না, তা নিয়ে কৌতুহলী মধ্য়বিত্ত চাকুরিজীবী মহল।

বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে মাত্র ৬.৩ শতাংশ আয়কর দিয়ে থাকেন। দেশের সবাইকে ধরলে আয়কর দেন জনসংখ্যার মাত্র ৪.৮ শতাংশ। এই সংখ্য়াটা বাড়াতে বর্তমান করদাতাদের ছাড় দিয়ে বাকিদের উৎসাহিত করার কোনও চেষ্টা মোদি সরকার করে কি না সেদিকেও নজর থাকবে সবার।

ভোট অন অ্য়াকাউন্টে সাধারণত কোনও বড় ঘোষণা করা হয় না। কিন্তু কখনও কখনও তার ব্য়তিক্রমও হয়। এক্ষেত্রে প্রশ্ন হল, ভোটের আগে কৃষকদের মন পেতে কি মোদি সরকার 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি' যোজনার টাকা বাড়াতে পারে? বর্তমানে দেশজুড়ে ১১ কোটি কৃষক ৬ হাজার টাকা বছরে পেয়ে থাকেন৷  পুরুষদের ক্ষেত্রে এই টাকা বাড়িয়ে কি ৯ হাজার টাকা করা হতে পারে? মহিলা ভোটারদের আরও বেশি করে কাছে টানতে কি বিজেপি সরকার ভোটের আগে মহিলা কৃষকদের টাকার অঙ্ক বাড়িয়ে ১২ হাজার করতে পারে? দেশজুড়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্য়ে কি কোনও বিশেষ প্রকল্পের ঘোষণা করতে পারে মোদি সরকার? মূল্য়বৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষের কি সুরাহার পথ দেখাবে এই ভোট অন অ্য়াকাউন্ট? বাজারে গতি আনতে চাহিদা বৃদ্ধির কি বিশেষ কোনও কৌশল নেবে কেন্দ্র? ভোট অন অ্য়াকাউন্টের পর অপেক্ষা করতে হবে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটের জন্য।



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.