Budget Session LIVE: ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে: মোদি
Budget Session Parliament LIVE : দুপুরে লোকসভায় বক্তব্য রাখবেন মোদি। রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনায় জবাব দেবেন মোদি।
'ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে। কেন্দ্রের সরকার মধ্যবিত্তের সততাকে বুঝতে পেরেছে। ব্রিটিশরা রেলকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিল, তারপর খুব বেশি কিছু হয়নি। আগে প্রায় রেল দুর্ঘটনা হত, ট্রেন মানেই ছিল লেট, এখন সেই ছবিটা বদলেছে, ৭০ বছরে ৭০টি বিমানবন্দর হয়েছে, আর গত ৯ বছরে হয়েছে ৭০টি বিমানবন্দর', সংসদ অধিবেশনে বললেন মোদি।
'দেশের অর্থনীতিতে আজ স্থিতাবস্থা, স্থিতিশীল সরকার। জি ২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব গর্বের বিষয়। দেড়শোর বেশি দেশকে করোনার সঙ্কটকালে ওষুধ-ভ্যাকসিন দিয়ে সাহায্য ভারতের। এরপরেও কিছু মানুষ এই সব সাফল্য দেখতে পান না', সংসদ ভাষণে বললেন মোদি।
আদানি-উত্তাপের মধ্যেই লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণ। তিনি বলেন, 'দেশে আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা বিশ্ব আজ ভারতকে ভরসা করে আর্থিক বৃদ্ধিতে গোটা বিশ্বে পঞ্চম স্থানে ভারত।'
সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই বিরোধীদের হট্টগোল। আদানি ইস্যুকে JPC-এর দাবি বিরোধীদের।
সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় ভূখণ্ডে চিন সেনার 'অনুপ্রবেশ' নিয়ে সংসদে তুমুল বাগবিতন্ডা। কংগ্রেস-বিজেপির তরজা।
সংসদে রাহুল গাঁধীর বক্তব্য বাদ দেওয়া নিয়ে তুমুল সমালোচনা কংগ্রেসের। গণতন্ত্র ধূলিসাৎ করার অভিযোগ।
জম্মু-কাশ্মীরে জবরদখল তুলতে প্রশাসনের পদক্ষেপের বিরোধিতা করে এদিন সংসদ পর্যন্ত মিছিল করতে চেয়েছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাতে বাধা দেয় পুলিশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ রাজ্যসভায় নীল "সাদ্রি" জ্যাকেট পরতে দেখা গেল। সূত্রের খবর জ্যাকেটটি পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে তৈরি করা হয়েছে।
রাজ্যসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন। তিনি বলেন “গভর্নমেন্ট ও পাবলিক সেক্টরে ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে… সরকার কেন সেগুলি পূরণ করছে না?… আপনি বেসরকারি খাতে টাকা পাঠাচ্ছেন… ৮২ হাজার কোটি টাকা… পরিবর্তে সরকারি খাতে বিনিয়োগ করুন। ”
'তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকেও জেলে যেতে হবে, মোদি সরকারের আমলে দুর্নীতি করলে শাস্তি হবেই' লোকসভায় হুঁশিয়ারি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের
শিক্ষকদের চাকরি বিক্রি করা হচ্ছে বাংলায়, লোকসভায় তৃণমূলকে আক্রমণ সুকান্তর ।
আজ গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধীরা । তবে বিক্ষোভে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস।
রাহুল গাঁধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস প্রহ্লাদ জোশীর। প্রমাণ ছাড়া প্রধানমন্ত্রীকে ভিত্তিহীন নিশানা করার অভিযোগ
। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি সংসদ বিষয়ক মন্ত্রীর। অন্যদিকে, আদানির দিকে আঙুল তোলায় কেন্দ্রীয় সরকারের গাত্রদাহ, পাল্টা খোঁচা অধীর চৌধুরীর।
এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের
"আমি যা বলেছি তা রেকর্ডে ছিল না এবং আমি যা বলতে পারি তা হল আমি একটি আপেলকে আপেল বলব এবং একটি কমলা নয়… যদি তারা আমাকে privileges committee নিয়ে যায়, আমি আমার মন্তব্যের ব্যাখ্যা দেব" সংসদের বাইরে বলেন মহুয়া।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে গতকাল লোকসভায় আপত্তিকর ভাষা ব্যবহার করার অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে হেমা বলেন সংসদের প্রত্যেক সদস্য একজন সম্মানিত ব্যক্তি। বাক সংযম করা উচিত,অতিরিক্ত উত্তেজিত এবং আবেগপ্রবণ হওয়া উচিত নয়।
কাল যেভাবে বিরোধীরা প্রতিবাদ করেছে তাতে শাসকদলের মাথা খারাপ হয়ে গেছে। আমাকে কীভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে সেটা সারা দেশের মানুষ দেখেছে। আমি ক্ষমা চাইব নাকি ওরা ক্ষমা চাইবে ? পাল্টা দাবি মহুয়া মৈত্রের।
সংসদের ভিতরে কুমন্তব্যের অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। ভিডিও ট্যুইট করে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আদানি ইস্যুতে আজ ফের তৃণমূল সাংসদদের ধর্না। সংসদ মার্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের সামনে ধর্না। মুখে কালো কাপড় বেঁধে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের সামনে ধর্না।
আদানি ইস্যুতে আজ ফের তৃণমূল সাংসদদের ধর্না। সংসদ মার্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের সামনে ধর্না। মুখে কালো কাপড় বেঁধে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের সামনে ধর্না।
রাষ্ট্রপতির অভিভাষণে ধন্যবাদ প্রস্তাবের পরিবর্তে প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রাহুল গাঁধী
চিঠিতে অভিযোগ জানিয়েছেন নিশিকান্ত দুবে
রাহুল গাঁধীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি, লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কের জবাব দেবেন, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে লাগাতার সংসদের কর্মসূচিতে বিঘ্ন ঘটার পর মঙ্গলবার রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর সংসদীয় বিতর্ক শুরু হয়। বিরোধীরা এই বিষয়ে একটি যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি অব্যাহত রেখেছে, যার ফলশ্রুতিতে লোকসভা এবং রাজ্যসভা উভয়েই স্থবির হয়ে পড়েছে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি : সংসদে বাজেট ( Parliament Budget Session ) অধিবেশন চলছে। এরই মধ্যে বুধবার আদানি-বিতর্কের মধ্যেই আজ সংসদে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ( Narendra Modi ) । দুপুরে লোকসভায় বক্তব্য রাখবেন মোদি। রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনায় জবাব দেবেন মোদি।
প্রধানমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির কী সম্পর্ক? কী ভাবে সব ব্যবসায় সফল হন গৌতম আদানি? কেন তাঁকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে? হিন্ডেনবার্গ রিসার্চ-এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে, রাজনীতির আলিগলিতে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, মঙ্গলবার সংসদের অলিন্দে সেই প্রশ্নগুলো তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। আর, রাহুল যখন আদানি-ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে একের পর এক আক্রমণ শানালেন, তার জবাব দিতে দেখা গেল কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।
সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু এবং বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদকে। রাহুল বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কী সম্পর্ক এবং কেমন সম্পর্ক? নিয়ম বদল করে আদানিকে ছয়টি এয়ারপোর্ট দেওয়া হয়েছে। সিবিআই-ইডির প্রয়োগ করে, জিবিকের ওপর চাপ দিয়ে, ভারত সরকার ওই এয়ারপোর্ট আদানিকে দেওয়া হয়েছে।
অন্যদিকে আবার বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ ( West Bengal politician MP ) মহুয়া মৈত্র (MP Mahua Moitra) সংসদে একটি 'আপত্তিকর' শব্দ ব্যবহার করায় মঙ্গলবার লোকসভায় হট্টগোল তৈরি হয়। বিজেপি নেতারা মহুয়া মৈত্রের মন্তব্যের তীব্র আপত্তি তুলেছেন এবং তাঁর ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। লোকসভায় টিডিপি নেতা কে রাম মোহন নাইডুর ভাষণের মাঝখানে মহুয়া মৈত্রার মুখে একটি 'আপত্তিকর শব্দ' রেকর্ডেড হয়।
আদানি গোষ্ঠীর শেয়ারের মতোই, আদানি ইস্যুতে দিনভর উত্তাল দিল্লির রাজনীতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -