Budget Session LIVE: ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে: মোদি

Budget Session Parliament LIVE : দুপুরে লোকসভায় বক্তব্য রাখবেন মোদি। রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনায় জবাব দেবেন মোদি।

ABP Ananda Last Updated: 08 Feb 2023 06:00 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি : সংসদে বাজেট ( Parliament Budget Session ) অধিবেশন চলছে। এরই মধ্যে বুধবার আদানি-বিতর্কের মধ্যেই আজ সংসদে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ( Narendra Modi ) । দুপুরে লোকসভায় বক্তব্য রাখবেন মোদি। রাষ্ট্রপতির...More

Budget Session Live: ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে: মোদি

'ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে। কেন্দ্রের সরকার মধ্যবিত্তের সততাকে বুঝতে পেরেছে। ব্রিটিশরা রেলকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিল, তারপর খুব বেশি কিছু হয়নি। আগে প্রায় রেল দুর্ঘটনা হত, ট্রেন মানেই ছিল লেট, এখন সেই ছবিটা বদলেছে, ৭০ বছরে ৭০টি বিমানবন্দর হয়েছে, আর গত ৯ বছরে হয়েছে ৭০টি বিমানবন্দর', সংসদ অধিবেশনে বললেন মোদি।