কলকাতা: কলকাতার বুকে চলন্ত অ্যাপ ক্যাবে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা, গয়না লুঠের অভিযোগ উঠল। ঘটনায় ক্যাব চালক-সহ চারজনকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। তবে ক্যাব বাজেয়াপ্ত করা হলেও, লুঠ হওয়া টাকা-গয়না এখনও উদ্ধার হয়নি। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী।
আর এই ঘটনার জেরে রাতের কলকাতায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বড়দিনের আগের রাতে এই ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকায়। ব্যবসায়ীকে অপহরণ করে লুঠের অভিযোগে ছড়াল চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীর নাম অঞ্জন বিশ্বাস।
পুলিশ সূত্রে খবর, রুবি মোড়ে যাওয়ার জন্য পঞ্চান্নগ্রাম এলাকায় ইএম বাইপাস থেকে অ্যাপ ক্যাবে ওঠেন। গাড়িতে তখন চালক ছাড়াও তিনজন ছিলেন। ব্যবসায়ীর অভিযোগ, রুবি মোড় পেরিয়ে গেলেও গাড়ি না থামায় তিনি কারণ জানতে চাইলে গাড়িতে থাকা তিনজন মারধর শুরু করেন। অভিযোগ, এরপর লাল কাপড় দিয়ে চোখ বেঁধে সিটের নীচে বসিয়ে দেওয়া হয়।
ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁর কাছ থেকে সোনার হার, ২৫ হাজার টাকা লুঠ করা হয়েছে। শুধু তাই নয়, ব্যবসায়ীর অভিযোগ প্রাণনাশের হুমকি দিয়ে এটিএম কার্ডের পিন জেনে পাটুলি থেকে ৪০ হাজার টাকা তোলে দুষ্কৃতীরা। অঞ্জন বিশ্বাস বলেন, অনেকক্ষণ গাড়ি পাইনি, এই গাড়িটা সামনে আসে, রুবিতে ছেড়ে দেবে বলে। আমাকে গাড়ির মাঝখানে বসিয়ে লুঠ করা হয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছি।
জানা গিয়েছে, অভিযোগকারী ব্যবসায়ীর বাড়ি ত্রিপুরার আগরতলায়। কর্মসূত্রে কসবায় একটি ভাড়া বাড়িতে থাকেন। পাশাপাশি, তিনি কসবার একটি পানশালার ব্যান্ডেরও মালিক। অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তদন্তে নামে তিলজলা থানার পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজের সূত্রে বেশ কিছু গাড়ি চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে খবর, চিহ্নিত গাড়ির একটির বাঁদিকে চাকার উপর রং করা ছিল। তাতে সন্দেহ হওয়ায় চালককে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার পর্দাফাঁস হয়। চালকের সূত্রেই বাকিদের গ্রেফতার করা হয়। ধৃত চারজনেরই বাড়ি পিকনিক গার্ডেন এলাকায়।
অ্যাপ ক্যাবে ব্যবসায়ীকে অপহরণ, রাতের কলকাতায় লুঠের অভিযোগ, নিরাপত্তা ঘিরে প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jan 2021 08:04 PM (IST)
পুলিশ সূত্রে খবর, রুবি মোড়ে যাওয়ার জন্য পঞ্চান্নগ্রাম এলাকায় ইএম বাইপাস থেকে অ্যাপ ক্যাবে ওঠেন। গাড়িতে তখন চালক ছাড়াও তিনজন ছিলেন। ব্যবসায়ীর অভিযোগ, রুবি মোড় পেরিয়ে গেলেও গাড়ি না থামায় তিনি কারণ জানতে চাইলে গাড়িতে থাকা তিনজন মারধর শুরু করেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -