মোহন দাস, খানাকুল: এক ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ীকে তাঁরই দোকানে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা খানাকুলের তিলক চক এলাকার।শনিবার সন্ধ্যার কিছুক্ষন আগে এই ঘটনা ঘটে। মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম সুমিত মন্ডল (৪২)। তাঁর বাড়ি এই গ্রামেই। ঘটনার খবর পেয়েই এলাকায় হাজির হয় খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী।
জানা গেছে,প্রতিদিনের মতই শনিবারও এই স্বর্ণ ব্যবসায়ী সুমিত মন্ডল তার তিলক চক বাজারে দোকানে গিয়েছিলেন। বিকাল সাড়ে চারটের সময়ে ফোনে স্ত্রীকে জানান যে কিছুক্ষন পরে বাড়ি ফিরবেন। কয়েকজন খরিদ্দার আছেন। তাঁদের ছেড়ে দিয়ে যাচ্ছি। তার পর থেকেই আর তার কোন খবর পাওয়া যায়নি। রক্তাক্ত অবস্থাতেই তাঁকে দেখতে দেখতে পেয়ে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা বাড়িতে খবর দেন। তাঁরা দেখেন যে তাকে ধারাল কোন অস্ত্র দিয়েই কুপিয়ে হত্যা করা হয়েছে।মাথা ও ঘাড়ে আঘাত করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখেই চলে যায় দুষ্কৃতীরা। কার্যত লক ডাউন জারি থাকায় এলাকা পুরো ফাঁকা ছিল। দোকানের ভিতরে পাখাও চলছিল। তাই কেউ কোন কিছুই বুঝতে পারেন নি। পুলিশ এসে তার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
উল্লেখ্য, কয়েকদিন আগে বরানগরে দিনে-দুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ ওঠে। ব্যবসায়ীর সোনার চেন, রিস্টলেট ছিনতাই করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ছবি। বরানগরের শম্ভুনাথ দাস লেনে স্বর্ণব্যবসায়ীকে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে দাবি করেন ওই ব্যবসায়ী।তবে, প্রাণে বাঁচলেও অভিযোগ, ছিনতাই করা হয় ব্যবসায়ীর সোনার চেন ও রিস্টলেট।এলাকারই একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার সময়ের ছবি।ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বরানগর থানার পুলিশ। বরানগরের ওই এলাকায় বেশিরভাগই স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত।অভিযোগকারী এই ব্যবসায়ীর দাবি, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বাড়ির সামনে মোটরবাইকে এসে চড়াও হয় দুই দুষ্কৃতী।বাইক থেকে নামেন একজন। কথায় কথায় বিভ্রান্ত করে ছিনতাই চালায় তারা। রপরই বন্দুক বের করে দুষ্কৃতী। ছোঁড়ে গুলি।এলাকা ছাড়া সময় ফের গুলি করে দুষ্কৃতী।দিনে দুপুরে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।