LIVE UPDATES: নাগরিকত্ব আইন: রাজধানীতে আঁটোসাঁটো নিরাপত্তা, নিষেধাজ্ঞা বিভিন্ন জায়গায়

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজ দিল্লির উত্তর প্রদেশ ভবন ঘেরাও করবেন বলে ঘোষণা করেছেন। নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনের সময় কয়েকজনের মৃত্যু ঘিরে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে চান তাঁরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Dec 2019 01:19 PM

প্রেক্ষাপট

লখনউ: সংশোধিত নাগরিক আইন নিয়ে উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় আজ অশান্তির আশঙ্কা করছে পুলিশ। আজ শুক্রবারের নমাজ, হাজার হাজার লোকের একত্র হওয়ার কথা। গত সপ্তাহে জুম্মার নমাজের পর উত্তর প্রদেশের...More

কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিয়েছে দিল্লি পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাল কেল্লার কাছাকাছি এলাকা ও ইউপি ভবনের আশপাশে জারি হয়েছে ১৪৪ ধারা। ১৪৪ ধারা জারি হয়েছে ১৭ তারিখ অশান্ত হয়ে ওঠা সীলমপুর এলাকায়, মোতায়েন ১৫ কোম্পানি পুলিশ বাহিনী। উত্তর পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জামা মসজিদের আশপাশের এলাকা মুড়ে ফেলা হয়েছে পুলিশে। এখান থেকে দরিয়াগঞ্জের দিকে বার হয় হাজার হাজার বিক্ষোভকারীর মিছিল, পুলিশের দিকে পাথর ছোঁড়ে তারা, সম্পত্তি নষ্ট করে। জামিয়া নগর এলাকাতেও নিরাপত্তা ভালরকম বাড়ানো হয়েছে।