LIVE UPDATES: নাগরিকত্ব আইন: রাজধানীতে আঁটোসাঁটো নিরাপত্তা, নিষেধাজ্ঞা বিভিন্ন জায়গায়

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজ দিল্লির উত্তর প্রদেশ ভবন ঘেরাও করবেন বলে ঘোষণা করেছেন। নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনের সময় কয়েকজনের মৃত্যু ঘিরে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে চান তাঁরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Dec 2019 01:19 PM
কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিয়েছে দিল্লি পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাল কেল্লার কাছাকাছি এলাকা ও ইউপি ভবনের আশপাশে জারি হয়েছে ১৪৪ ধারা। ১৪৪ ধারা জারি হয়েছে ১৭ তারিখ অশান্ত হয়ে ওঠা সীলমপুর এলাকায়, মোতায়েন ১৫ কোম্পানি পুলিশ বাহিনী। উত্তর পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জামা মসজিদের আশপাশের এলাকা মুড়ে ফেলা হয়েছে পুলিশে। এখান থেকে দরিয়াগঞ্জের দিকে বার হয় হাজার হাজার বিক্ষোভকারীর মিছিল, পুলিশের দিকে পাথর ছোঁড়ে তারা, সম্পত্তি নষ্ট করে। জামিয়া নগর এলাকাতেও নিরাপত্তা ভালরকম বাড়ানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন কোনওভাবে সম্পত্তির ক্ষতি করলে উচিতমত জরিমানা দিতে হবে। পুলিশের জিপে আগুন লাগালে দিতে হবে সাড়ে সাত লাখ টাকা। পুলিশের মোটর সাইকেলের ক্ষতি করলেও হবে জরিমানা। ওয়ারলেস সেট, হুটার, লাউড স্পিকার ভাঙলে জরিমানা দিতে হবে ৩১,৫০০ টাকা। বিক্ষোভের সময় পুলিশের ব্যারিকেড ভাঙলে ও তাতে কোনও ক্ষতি হলে সাড়ে তিনলাখ টাকা জরিমানা গুণতে হবে।
গত সপ্তাহে নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশে যে হিংসা ছড়িয়ে পড়ে সে জন্য ২৮ অভিযুক্তের কাছে ১৪.৮৬ লাখ টাকা জরিমানা চেয়ে নোটিস পাঠিয়েছে পুলিশ।

প্রেক্ষাপট

লখনউ: সংশোধিত নাগরিক আইন নিয়ে উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় আজ অশান্তির আশঙ্কা করছে পুলিশ। আজ শুক্রবারের নমাজ, হাজার হাজার লোকের একত্র হওয়ার কথা। গত সপ্তাহে জুম্মার নমাজের পর উত্তর প্রদেশের ২০-র বেশি জেলায় প্রবল হিংসা ছড়ায়। প্রাণ যায় অন্তত ১৯ জনের। আজ ফের জুম্মার নমাজ পাঠ, ফলে সতর্ক প্রশাসন।

অশান্তির আশঙ্কায় লখনউয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। মোরাদাবাদ, আমরোহা, সম্ভল, গাজিয়াবাদ, মিরাট, কানপুর, সীতাপুর, শামলি, বুলন্দসহর, সাহারানপুর, ফিরোজাবাদ ও মথুরায় নানা সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। সংবেদনশীল এলাকাগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা। চলছে পুলিশের ফ্ল্যাগমার্চ। স্থানীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দেখা করে এলাকা শান্ত রাখার জন্য আবেদন করার অনুরোধ করেছে প্রশাসন।

নাগরিকত্ব আইন নিয়ে উত্তর প্রদেশে যে অশান্তি ছড়িয়ে পড়ে, তাতে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ১১১৩। ৫৫০০-র বেশি লোককে আটক করে জেরা চলছে। হিংসার ঘটনার কারণ অনুসন্ধানে তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল। এর মাথায় থাকবেন প্রতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্তরের আধিকারিক। নির্দেশ দেওয়া হয়েছে, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, নির্দোষের যেন হয়রানি না হয়, তা দেখতে হবে। পাশাপাশি নজর রাখতে হবে জেলার অসামাজিক কাজকর্মের পান্ডাদের ওপর। এ জন্য পুলিশ এখন সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখছে। উসকানিমূলক পোস্ট ও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিচ্ছে তারা।

জাতীয় মানবাধিকার কমিশন উত্তর প্রদেশ পুলিশের ডিজি ওপি সিংহকে নোটিস দিয়ে হিংসা চলাকালীন মানবাধিকার হনন সংক্রান্ত কিছু প্রশ্ন করেছে। ৪ সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে হবে। হিংসা চলাকালীন মৃত্যু, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা ও পুলিশকর্মীরা সাধারণের সম্পত্তি ধ্বংস করেছেন বলে যে অভিযোগ উঠেছে, সে সবের জবাব চাওয়া হয়েছে।

এদিকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজ দিল্লির উত্তর প্রদেশ ভবন ঘেরাও করবেন বলে ঘোষণা করেছেন। নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনের সময় কয়েকজনের মৃত্যু ঘিরে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে চান তাঁরা। দিনকয়েক আগে উত্তর প্রদেশ ভবনের বাইরে যোগীর পদত্যাগের দাবিতে বিক্ষোভরত কয়েকজন ছাত্রছাত্রীকে আটক করে পুলিশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.