টালায় পুরনো বাড়ি ভেঙে পড়ে কিশোরীর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2017 11:35 AM (IST)
কলকাতা: বড়বাজারের এবার টালা। ১০ দিনের মাথায় ফের কলকাতায় পুরনো বাড়ি ভেঙে পড়ে মারা গেল এক কিশোরী। মৃতের নাম পূজাকুমারী গুপ্তা। গতকাল গভীর রাতে বি টি রোডের উপর টালা পোস্ট অফিসের পাশে একটি একতলা বাড়ির ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার পর রাতেই প্রতিবেশীরাই উদ্ধার কাজ শুরু করেন। ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর আগে ৫ তারিখ বড়বাজারে একটি পুরনো বাড়ি ভেঙে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়।