সোনারপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে খুন, ধর্ষণের মামলায় গ্রেফতার ১
ABP Ananda, Web Desk | 07 Feb 2017 09:03 AM (IST)
কলকাতা: সোনারপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। ময়নাতদন্তে জানা গিয়েছে, ওই কিশোরীকে খুনের আগে ধর্ষণও করা হয়। গতকাল রাতে সোনারপুর থেকে প্রতিবেশী যুবক অমিত রায় ওরফে ছোটুকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অমিত এলাকার মহিলাদের প্রায়ই উত্যক্ত করত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কিশোরী ঘরে একাই থাকত, এ কথা জানত অমিত। ঘটনার রাতে সুযোগ বুঝে সে মেয়েটির ঘরে ঢোকে। বাধা পেয়ে খুন করে বলে অনুমান পুলিশের। ধৃতের শরীরেও মিলেছে একাধিক আঁচড়ের দাগ।