কলকাতা: শিকাগোয় স্বামী বিবেকানন্দের বক্তৃতার ১২৫ বছরপূর্তি উদযাপনে কলকাতায় অমিত শাহ। আজ সকালে সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে যান বিজেপি সভাপতি। রামকৃষ্ণ মিশনের তরফে তাঁকে ওই বাড়ি ঘুরিয়ে দেখানো হয়। এখানে স্বামীজির মূর্তিতে মাল্যদানও করেন তিনি।
অমিত শাহের সঙ্গে স্বামীজির জন্মভিটেতে আজ ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, রাহুল সিংহ এবং লকেট চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতা-কর্মীরা। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে আজ দিনভর একাধিক বৈঠক করবেন বিজেপি সভাপতি।
শিকাগোয় স্বামী বিবেকানন্দের বক্তৃতার ১২৫ বছরপূর্তি উদযাপনে কলকাতায় স্বামীজির জন্মভিটেতে অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Sep 2017 12:07 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -