কলকাতা: শুরু থেকে শেষ। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানায় বার বার মোদী সরকার।
রান্নার গ্যাস ও একাধিক প্রকল্পের ক্ষেত্রে ভর্তুকি পেতে আধার কার্ডকে বাধ্যতামূলক করে দিয়েছে মোদী সরকার। দিল্লিতে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকের পর এ দিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও এই ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, রাজ্যের ১ কোটি লোককে আধার করে দিতে পারেনি। ৮০০ গ্রামে ব্যাঙ্ক নেই। লিকেজ আমরা বন্ধ করছি, ক্রেডিট নিচ্ছ তোমরা।
নেত্রী যোগ করেন, কাজ না করে শুধু বিজ্ঞাপন করছে মোদী সরকার। তিনি বলেন, সর্বশিক্ষা অভিযান, পুলিশের মডার্নাইজেশনের টাকা বন্ধ করে দিয়েছে। ৩৯টা প্রকল্প বন্ধ করে দিয়েছে। লোককে ভাঁওতা দিচ্ছে, প্রতারণা করছে।
এখানেই থামেননি মমতা, সরাসরি লোকসভা নির্বাচনে তোলা মোদীর কালো টাকা ইস্যুকে হাতিয়ার করেছেন। বলেন, সব রাজ্যের উপর দেনা চাপিয়ে নিজেরা নোট ছাপাচ্ছে। আর সিবিআই, ইডি চাপাচ্ছে। ৮০ হাজার শিল্পপতি দেশ ছেড়েছে। কালো টাকা উদ্ধার হচ্ছে না কি সাদা টাকা দেশ ছেড়ে চলে গেছে?
মোদী সরকারের পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ করেছেন তৃণমূলনেত্রী। বলেছেন, শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় গৈরিকীকরণ হচ্ছে। কিছু না করাতেও বিজেপি আমাদের অনেক বদনাম করেছে। এটা ভুলব না, মাথায় রাখব। চোরের মায়ের বড় গলা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূলনেত্রীর এখন পাখির চোখ ২০১৯-এর লোকসভা নির্বাচন। আর সে সময় কেন্দ্রে মূল লড়াইটা মোদী সরকারের বিরুদ্ধেই। তাই সে কথা মাথায় রেখে বারবার প্রধান প্রতিপক্ষকেই বিধলেন তৃণমূল নেত্রী।
আধার থেকে গ্রামীণ ব্যাঙ্ক, মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2016 02:38 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -