কলকাতা: ২০১১ সালে টানা ৩৪ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন। ২০১৬ সালে বিপুল জনসমর্থন নিয়ে আবার ক্ষমতায় ফিরেছেন। দ্বিতীয় ইনিংসের প্রথম একুশে জুলাইয়ের মঞ্চ থেকে, তৃণমূলনেত্রী ঘোষণা করলেন, দেশের আরেক বাম দুর্গ দখলের লক্ষ্যে এবার ঝাঁপাতে চান তিনি! ২০১৮ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সে নির্বাচনে ঘাসফুল ফোটানোর লক্ষ্যে, আগামী ৯ অগাস্ট ত্রিপুরা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোটের বিরোধিতা করে সম্প্রতি দল ছাড়েন ত্রিপুরার বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মন-সহ ৬ কংগ্রেস বিধায়ক। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় বামেদের আসন সংখ্যা ৫০। প্রধান বিরোধী দল কংগ্রেসের ছিল ১০টি আসন। ৬ বিধায়ক দল ছাড়ায় এখন কংগ্রেসের ৪ জন বিধায়ক রয়েছে। প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল।
এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বের গলায়, বাম শাসিত ত্রিপুরা দখলের ঘোষণা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি বলেন, এবার আমরা ত্রিপুরা দখলের জন্য ঝাঁপাব। একুশে জুলাইয়ের সভায় বক্তৃতা দেন ত্রিপুরা তৃণমূলের প্রধান মুখ এবং প্রাক্তন কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মনও। বলেন, বাংলায় গণতন্ত্র ফিরেছে। ওখানেও ফেরাতে হবে। মমতার নেতৃত্বেই সেটা সম্ভব।
যাচ্ছেন ৯ আগস্ট, এবার ত্রিপুরা থেকে বাম-উৎখাত করার ডাক মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2016 02:47 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -