Monojit Sarkar, Partha Pratim Ghosh, ABP Ananda
মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের মিছিল, অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, কটাক্ষ তৃণমূলের
কলকাতা: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের মিছিল। কেন্দ্রের মতো মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকারও। অভিযোগ অধীর চৌধুরীর। অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, কটাক্ষ তৃণমূলের।
লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে জেরবার মধ্যবিত্ত। জ্বলন্ত এই ইস্যুকেই এবার হাতিয়ার করল রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাজ্য ও কেন্দ্রীয় সররকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে, পথে নামল তারা।
শনিবার দুপুরে রামলীলা ময়দান থেকে প্রদেশ কংগ্রেসের মিছিল শুরু হয়। সামিল হন অধীর চৌধুরী, আব্দুল মান্নান, ওমপ্রকাশ মিশ্র-সহ অন্যান্য নেতারা। ছিলেন কংগ্রেসি বিধায়করাও। মিছিল শেষ হয় গাঁধী মূর্তির পাদদেশে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া দামবৃদ্ধি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
কংগ্রেসের মিছিলে সামিল হন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যও।
কংগ্রেসের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
যদিও কংগ্রেস নেতৃত্ব এদিন বুঝিয়ে দিয়েছে, আগামী দিনে আরও তীব্র হবে সরকার বিরোধী লড়াই।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের মিছিল, অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, কটাক্ষ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2016 01:54 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -