কলকাতা: প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস! সল্টলেকে পাকড়াও প্রতারণা-চক্রের মূল পাণ্ডা-সহ ৩।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের জিসি ব্লকে অফিস ফেঁদে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে কর্মপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলত অভিযুক্তরা। পুলিশ জানতে পেরেছে, অন্তত ৮ জনের কাছ থেকে ২ লক্ষ টাকা করে নেয় অভিযুক্তরা।
টাকা দেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি না পাওয়ায় বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন কয়েকজন তরুণ-তরুণী। পুলিশ টাকা লেনদেনের সময় হাতেনাতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত ২ লক্ষ টাকা। ধৃতরা প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাদের সঙ্গে প্রতারণা চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সল্টলেকে অফিস ফেঁদে প্রাথমিক শিক্ষক পদে চাকরির প্রতারণা চক্র ফাঁস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2016 09:45 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -