কলকাতা: শহরে ফের আক্রান্ত প্রতিবাদী। ফুলবাগানে শব্দবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনেই প্রতিবাদীকে মারধরের অভিযোগ।

রাত সাড়ে ৮টা নাগাদ ফুলবাগানের একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে বেরিয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন ৪ তরুণ-তরুণী। সেসময় ওই রাস্তা দিয়েই প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রা থেকে ৪ তরুণ-তরুণীকে লক্ষ্য করে শব্দবাজি ছোড়া হয়। প্রতিবাদ করলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। লাঠির আঘাতে একজনের মাথা ফেটে যায়। কাছেই একটি পুলিশ কিয়স্কে গিয়ে ঘটনার কথা জানান ওই তরুণ-তরুণীরা। অভিযোগ, এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সামনেই ওই ৪ তরুণ-তরুণীকে ফের মারধর করা হয়। পুলিশকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে।