কলকাতা: ডেঙ্গি আতঙ্ক দক্ষিণ দমদম পুর এলাকায়। দুই পড়ুয়া সহ মৃত ৪। আক্রান্তের সংখ্যা তিনশোর বেশি। সৌভিক ঘোষ। শিক্ষানিকেতন হাইস্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। ওই স্কুলেরই নার্সারির ছাত্রী ঊষসী পাল। দক্ষিণ দমদম পুরসভার বাসিন্দা দুই পড়ুয়াই মারণ ডেঙ্গির শিকার। আতঙ্ক তীব্র এলাকায়। স্কুলের সামনেই পরিত্যক্ত পুকুর। জঞ্জালে ভরা। শিক্ষানিকেতন হাইস্কুলের শিক্ষিকা অর্পিতা সাহার অভিযোগ, দীর্ঘদিন ধরে বলে বলে আসছি। কেউ শুনছে না। মশা বাড়ছে। স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, গত এক এক মাসে এই পুর এলাকায় দুই পড়ুয়া সহ ডেঙ্গিতে ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৩০০। প্রকোপ বেশি ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় সরকার ও পুরসভা ব্যর্থ। পুরসভার দাবি, তারা কাজ করছে। পুরপ্রধান পাচু রায় বলেন, পুরসভা কাজ করছে। তবে সচেতন হতে হবে মানুষকেও। যদিও বাসিন্দাদের অভিযোগ, পুরসভা সময় মতো ব্যবস্থা নিলে এই পরিস্থিতি দাঁড়াত না।