কলকাতা: করোনা আবহে স্বস্তির খবর। যাদবপুরের কেপিসি হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৪০ জন পুলিশকর্মী। পিটিএসে কর্মরত ওই পুলিশ কর্মীরা করোনা আক্রান্ত হন। ১০ দিন আগে ভর্তি হন কেপিসি হাসপাতালে। এদিন সকলেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন। আপাতত ওই পুলিশ কর্মীদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এর আগে গতকাল জানা যায়, আগাম সতর্কতা হিসেবে মালদার ইংরেজবাজার থানার পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে নমুনা। জেলা পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই মানিকচক, কালিয়াচক ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সকলের রিপোর্টই নেগেটিভ। প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত পুলিশ কর্মী কন্টেনমেন্ট জোনে ডিউটি করছেন অথবা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড পরীক্ষা করা হবে।

এদিকে, ভারতে তিন লক্ষ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। মৃত বেড়ে ৮ হাজার ৮৮৪। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮৬। সংক্রমণে ফের রেকর্ড, একদিনে আক্রান্ত ১১ হাজার ৪৫৮। গোটা দেশে আক্রান্ত বেড়ে ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩। সংক্রমণ-মুক্ত ১ লক্ষ ৫৪ হাজার ৩৩০ জন। দেশে যেভাবে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে উদ্বেগ আরও বেড়েছে। শুধুমাত্র জুন মাসেই মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৪ জনের। আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৮৪৯।

অন্যদিকে, প্রতিবেশী বাংলাদেশে হু-হু করে ছড়াচ্ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মৃত ৪৬, আক্রান্ত ৩ হাজার ৪৭১। দেশে মৃত বেড়ে ১ হাজার ৯৫। মোট আক্রান্ত ৮১ হাজার ৫২৩।