ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2018 10:23 AM (IST)
কলকাতা: খেলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে রিজেন্ট পার্ক থানা এলাকার কুঁদঘাটের ৫ বালক বালিকা। গতকাল খেলার নাম করে বাড়ি থেকে বার হয় তারা। এখনও ফিরে আসেনি। নিখোঁজ ছেলেমেয়েগুলির নাম দেবরাজ ঘোষ, অর্পিতা সরকার, অভিজিৎ সরকার, প্রিয়া কর্মকার, রাজদীপ ঘোষ ও প্রিন্স সাউ। তাদের বাড়ির লোকেরা জানিয়েছেন, গতকাল বিকেলে ৬ জন একসঙ্গে খেলতে যায়। পরে বাড়িতে ফিরে আসে একটি ছেলে। বাকিরা এখনও ফেরেনি। মেট্রো স্টেশনের সিসিটিভিতে তাদের ছবি দেখা গিয়েছে। ফিরে আসা বালক জানিয়েছে, বাড়িতে বকুনি খেয়ে পালানোর সিদ্ধান্ত নেয় তারা। রিজেন্ট পার্ক থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।