মেলায় জয় রাইড থেকে পড়ে আহত ৫ বছরের শিশু, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2018 09:59 AM (IST)
খিদিরপুর: শিবরাত্রির মেলায় জয় রাইড থেকে পড়ে আহত ৫ বছরের শিশু। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনায় জয় রাইড সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। শুক্রবার খিদিরপুরে মামার বাড়িতে যায় চৌবাগার বাসিন্দা সমৃদ্ধি মিশ্র। ভূকৈলাশ ময়দানে জয় রাইডে চড়েছিল ছোট্ট সমৃদ্ধি। অভিযোগ, ৫ বছরের শিশুকে একাই জয় রাইডে তোলা হয়। এরপর চলন্ত রাইড থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত লাগে তার মাথায়। স্থানীয়রা প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। পরে স্থানান্তরিত করা হয় বেসরকারি হাসপাতালে। আপাতত মেলার জয় রাইডগুলি বন্ধ করে দিয়েছে দক্ষিণ বন্দর থানার পুলিশ। এর আগেও একাধিকবার জয় রাইডে দুর্ঘটনা ঘটেছে। ২০১৭-র ১৬ মে, অ্যাকোয়াটিকায় র্যাফ্ট-রাইড চড়ার সময়, যান্ত্রিক ত্রুটির কারণে মৃত্যু হয় প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা অজয় শাহর। ২০১৭-র ২৮ জুন, মেদিনীপুর শহরে মেলায় জয় রাইডে ড্রাগন ট্রেনে ঘোরার সময় ৩টি বগি খুলে যায়। আহত হয় ৩ শিশু-সহ ৬ জন। ২০১৬-র ১৩ নভেম্বর, হাওড়ার বেলিলিয়াস পার্কে হ্যাং গ্লাইডারের লোহার কাঠামো ভেঙে ছিটকে পড়ে মৃত্যু হয় ২৩ বছরের নেহা সিংহর।