কলকাতা:  সোনা নিয়ে কালোবাজারির অভিযোগ। বাবা ও ছেলে-সহ গ্রেফতার ৩। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৫৪ কেজির সোনা। যার বাজারমূল্য ১৬ কোটি টাকা। এখনও পর্যন্ত প্রায় ৫০০ কেজি সোনা নিয়ে কালোবাজারি হয়েছে বলে দাবি ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের। যার বাজার মূল্য দেড়শো কোটি টাকা।

প্রসঙ্গত, রফতানির নাম করে সোনা নিয়ে বিদেশে না গিয়ে, সরকারের চোখে ধুলো দিয়ে দেশের বাজারেই বিক্রি করা হচ্ছিল সেই সোনা। এতে আর্থিক ক্ষতি হচ্ছিল সরকারের। এই ঘটনায় ধৃত বাবা ও ছেলেকে জেরা করে জানা গিয়েছে, এরা হায়দরাবাদ থেকে দুবাই যাচ্ছিল। কলকাতা থেকে দুবাইয়ের বিমান ধরার কথা ছিল। ছেলে দুবাইগামী বিমানে উঠলেও, বাবা সোনা নিয়ে কলকাতা থেকে হায়দরাবাদ ফেরার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় বাবা ও ছেলেকে আটক করে ডিআরআই-এর গোয়েন্দারা। গতকাল গ্রেফতার করা হয় বাবা ও ছেলে-সহ ৩ জনকে।

ডিআরআই সূত্রে খবর, এই পদ্ধতিতে বিদেশ থেকে হাওয়ালার মাধ্যমে দেশে টাকা ঢুকত।