কলকাতা: হইচই ফেলে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল। বিএ পার্ট ওয়ান অনার্স ও জেনারেলে পরীক্ষার্থী ৬৪ হাজার ৫৪৩। পাস করেছেন মাত্র ২৭ হাজার ৪৭৫। বিএসসি পার্ট ওয়ান অনার্স ও জেনারেলে পরীক্ষার্থী ১৫ হাজার ১২৫। পাস করেছেন মাত্র ১০ হাজার ৭৩৮।
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পরীক্ষার ফল। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য বলছে, বিএ পার্ট ওয়ান অনার্স ও জেনারেলে পাসের হার ৪৩ শতাংশ। অর্থাত্‍ ৫৭ শতাংশ ফেল! বিএসসি পার্ট ওয়ান অনার্স ও জেনারেলে পাসের হার ৭১ শতাংশ। ফেল ২৯ শতাংশ। প্রায় ১০ হাজার ফল এখনও অসম্পূর্ণ বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পাস করতে গেলে পেতে হয় ৪০ শতাংশ নম্বর। জেনারেলে ৩০ শতাংশ। সেখানে এই ফেলের পাহাড় কেন? কর্তৃপক্ষ এজন্য শিখণ্ডী করছে নতুন পরীক্ষা বিধিকেই। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২০১৬ সালের বিধি অনুযায়য়ী এই প্রথম পরীক্ষা।
নয়া বিধিতে অনার্সে পাস করতেই হয় তার সঙ্গে ২টি জেনারেল বিষয়ের মধ্যে একটিতে পাস আবশ্যিক। আগে অনার্স বিষয়ে পাস করলেই হত। সাপ্লিমেন্টারি বা পার্ট টু-র সঙ্গে পার্ট ওয়ানের অকৃতকার্য বিয়য়ের পরীক্ষা দেওয়া যেত।
জেনারেলের ক্ষেত্রে আগে একটি বিষয়ে পাস করলেই হত। এখন তিনটির মধ্যে ২টিতে পাস করতেই হবে। পরীক্ষা বিধি কঠিন হতেই কি বেআব্রু হয়ে গেল পড়ুয়াদের পারফরম্যান্স? খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।