মানসিক অবসাদে ভুগছিল পিসি, রাতে পাশে শুয়ে থাকা ৮ বছরের ভাইপোকে কুপিয়ে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2017 12:32 PM (IST)
রাজাবাগান: বন্দর এলাকায় ৮ বছরের শিশুকে কুপিয়ে খুনের অভিযোগ পিসির বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত চারমাস ধরে রাজাবাগানের পাঁচপাড়া রোডে বাপের বাড়িতেই থাকতেন জ্যোত্স্না বিবি। পরিবারের দাবি, মানসিক অবসাদে ভোগায় বারুইপুরের একটি হাসপাতালে তাঁর চিকিত্সা চলছিল।মঙ্গলবার রাতে পিসির সঙ্গেই ঘুমিয়েছিল দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া। অভিযোগ, আচমকাই বঁটি দিয়ে ঘুমন্ত শিশুটির গলা কেটে দেন জ্যোত্স্না বিবি। গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে জ্যোত্স্না বিবিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত বঁটি।