এবিপি আনন্দ-র নাম ভাঙিয়ে পুজোর পাস তোলার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2016 02:40 PM (IST)
কলকাতা: এবিপি আনন্দ-র নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। ধৃত তথাগত ভট্টাচার্য বরানগরের বাসিন্দা। এবিপি আনন্দ-র প্রতিনিধি পরিচয় দিয়ে সম্প্রতি কলকাতার বেশ কয়েকটি নামি পুজোর উদ্যোক্তাদের কাছ থেকে ভিআইপি পাস চায় তথাগত। সন্দেহ হওয়ায় এবিপি আনন্দে যোগাযোগ করেন পুজো উদ্যোক্তারা। ওই ব্যক্তি এবিপি আনন্দর কর্মী নয় বলে জানানোর পর বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে এবিপি আনন্দর নকল পরিচয়পত্র ও বেশ কিছু নামি পুজোর ভিআইপি পাসও।