কলকাতা: মধ্য কলকাতার কলিন লেনে নির্মীয়মাণ বাড়ির চত্বরে খোঁড়া গর্ত থেকে উদ্ধার বালকের দেহ। ১০ কাঠার ওই জমিতে বাড়ি তৈরির আগে গর্ত খোঁড়া হয়। আজ সকালে গর্তের জমা জলে একটি বল পড়ে থাকতে দেখে তুলতে যায় কলিন লেনেরই বাসিন্দা বছর সাতেকের আব্দুল রহমান খান। তখনই জমা জলে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান।
ঘটনার পরেই নির্মাণ সংস্থার বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন স্থানীয় বাসিন্দারা।
বল তুলতে গিয়ে কলিন লেনে নির্মীয়মাণ বাড়ির গর্তে পড়ে মৃত্যু বালকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 09:32 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -