তাঁর নামে খোলা হয়েছে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট, অভিযোগ মেয়রের
ABP Ananda, Web Desk | 12 Apr 2018 10:28 AM (IST)
কলকাতা: এবার নতুন অভিযোগ নিয়ে লালবাজারে জয়েন্ট সিপি (ক্রাইম)-এর দ্বারস্থ মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর নামে জিএসটি অ্যাকাউন্ট ও ভুয়ো ইমেল আইডি খোলার অভিযোগ এনেছেন তিনি। মেয়রের অভিযোগ, তাঁর নামে একটি জিএসটি অ্যাকাউন্ট ও ভুয়ো ইমেল অ্যাকাউন্ট খোলা হয়েছে। যে মোবাইল নম্বর ব্যবহার করে জিএসটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই নম্বরটিও পুলিশকে জানিয়েছেন তিনি। শোভনের দাবি, প্রতিদিন তাঁকে প্রচুর কাগজপত্রে সই করতে হয়, সেই সুযোগ নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগের তদন্তে নেমেছে লালবাজারের সাইবার অপরাধ দমন শাখা।