পণের দাবিতে অত্যাচার, মুরারিপুকুরে গৃহবধূর রহস্যমৃত্যু, দেড় বছরের শিশুর মায়ের জন্যে কান্না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2018 10:36 AM (IST)
কলকাতা: মানিকতলা থানার মুরারিপুকুরে গৃহবধূর রহস্যমৃত্যু। সংজ্ঞাহীন অবস্থায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মৃতের নাম ফুলকুমারী মারিক। তিনবছর আগে বিয়ে হয় দীপক মারিকের সঙ্গে। দম্পতির একটি দেড় বছরের শিশুপুত্র রয়েছে। গৃহবধূর পরিবারের দাবি, বিয়ের সময় ১ লক্ষ টাকা পণ চাওয়া হয়। সামর্থ্য না থাকায় দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে অবশ্য নগদ টাকা, সোনার গয়না সবই দেওয়া হয়। কিন্তু তাতে অত্যাচার কমেনি। গৃহবধূর পরিবারের অভিযোগ, সম্প্রতি এক আত্মীয়ার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে দীপক। তারপর থেকে ফুলকুমারীর ওপর অত্যাচারের মাত্রা বাড়ে। এর জেরেই ওই গৃহবধূর মৃত্যু হয় বলে অভিযোগ। মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। কেউ গ্রেফতার হয়নি।