নিউটাউনের বিলাসবহুল হোটেলে বিদেশির রহস্যমৃত্যু, উদ্ধার জাপানি ইঞ্জিনিয়রের দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Feb 2017 11:59 AM (IST)
কলকাতা:নিউটাউনের বিলাসবহুল হোটেলে বিদেশির রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার দেহ। বছর ৬৫-র ওই জাপানি ইঞ্জিনিয়র কাজের সূত্রে কলকাতায় আসেন। গতকাল রাতে হোটেলের ন'তলার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নিউটাউন থানা ও বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। কারণ অনুসন্ধানে খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসিটিভি ফুটেজ। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।