জানা গিয়েছে, মাসখানেকের ছুটিতে কেরলের বাড়িতে ছিলেন শিনু। গত ১৩ মে বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেন। জ্বরে আক্রান্ত হওয়ায় ২০ মে ভর্তি হন আলিপুর কম্যান্ড হাসপাতালে। গত রবিবার শিনুর মৃত্যু হয়।
মৃত্যুর কারণ নিপা ভাইরাসের সংক্রমণ হতে পারে বলে সন্দেহ চিকিৎসকদের। সঠিক কারণ জানতে রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে। সেখান থেকে রিপোর্ট এলেই স্পষ্ট হবে ওই জওয়ান নিপায় আক্রান্ত ছিলেন কি না।