কলকাতা: রাতের কলকাতায় চলন্ত গাড়িতে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। বাঁচাতে যাওয়ায় গাড়ির ধাক্কায় গুরুতর জখম প্রতিবাদী মহিলা। আনন্দপুর থানা এলাকার ঘটনা।


পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অমিতাভ বসু নামে এক ব্যক্তির সঙ্গে যুবতীর পরিচয় হয়। যুবতীর দাবি, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ তিনি অমিতাভর সঙ্গে বের হন। অভিযোগ, ওই ব্যক্তির আচরণে সন্দেহ হওয়ায় বারবার গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন যুবতী। এরপরই ওই ব্যক্তি যুবতীকে মারধর ও  শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

সেইসময় গাড়িতে করে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। তাঁদের দাবি, পিছনের গাড়ি থেকে যুবতীর আর্ত চিৎকার শুনে তাঁরা গাড়ি থামান। অভিযোগ, সেইসময় চলন্ত গাড়ি থেকে ওই যুবতীকে ছুঁড়ে ফেলা হয়। বাঁচাতে যাওয়ায় প্রতিবাদী মহিলাকে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির চাকা তাঁর পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত ওই মহিলা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত অধরা।