কলকাতা: যাদবপুরে প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মৃতের নাম শুভময় বন্দ্যোপাধ্যায়। রায়পুর ইস্ট রোডের আবাসনে দোতলার ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে থাকতেন ছেলে অর্পণ। পুলিশ সূত্রে খবর, অবসরপ্রাপ্ত বাবার কাছ থেকে টাকা নিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পণ। লকডাউনে নিজের একটি ফ্ল্যাট বিক্রিও করে দেন প্রৌঢ়। সেই টাকা আদায়ের জন্য কী চাপ দিচ্ছিলেন ছেলে? খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশীদের দাবি, বাবাকে প্রায়ই মারধর করতেন ওই যুবক। ঘটনার দিনও মারধর করেন বলে পুলিশ জানতে পেরেছে। কী কারণে মারধর? যুবক মানসিক ভারসাম্যহীন কিনা, খতিয়ে দেখতে চিকিৎসকদের সাহায্য নিচ্ছে পুলিশ।


প্রতিবেশীদের দাবি, গতকাল সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে আচমকাই মারমুখী হয়ে ওঠেন ওই যুবক। সেই সময়, ফ্ল্যাটের নিচের প্যাসেজে বছর ঊনসত্তরের প্রৌঢ়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও কারণে বচসার জেরে ছেলে ভারী কিছু দিয়ে আঘাত করেন। তার জেরেই প্রৌঢ়ের মৃত্যু হয়।

অন্যদিকে, গড়ফায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে প্রকাশ্যে স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করেন যুবক। এলোপাথাড়ি কোপানোর পর উধাও হয়ে যান অভিযুক্ত। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।