কলকাতা: পাইকপাড়ায় সরকারি আবাসনে রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া। ৬ দিন ধরে মা মীরা বসুর মৃতদেহ আগলে রাখল ছেলে অনির্বাণ বসু। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গতকাল অর্নিবাণের ঘরে ঢোকেন প্রতিবেশীরা। ঘরে ঢুকে দেখেন বৃদ্ধার পচাগলা দেহ পড়ে রয়েছে। বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে টালা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ছেলে অনির্বাণ বসু মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তাঁর মা মীরা বসু। ৬ দিন আগেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, পাইকপাড়া কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ। মানসিক ভারসাম্যহীন অনির্বাণ বসুকে ফ্ল্যাটে বন্ধ করে পুলিশ চলে গিয়েছে বলে দাবি আবাসিকদের। আজ বাইরে থেকে তাঁকে শুকনো খাবার দেওয়া হয়। বার বার বলা সত্ত্বেও পুলিশ তাঁকে হোমে পাঠানোর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অবশেষে এবিপি আনন্দর খবরের জেরে তত্পর পুলিশ। উদ্ধার মানসিক ভারসাম্যহীন অনির্বাণ বসুকে। ৬দিন ধরে মায়ের মৃতদেহ আগলে ছিলেন তিনি। অনির্বাণকে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিচ্ছে পুলিশ
পাইকপাড়ায় রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া, ৬ দিন ধরে মায়ের মৃতদেহ আগলে ছিল মানসিক ভারসাম্যহীন ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2017 01:32 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -