বহুতল থেকে ‘ঝাঁপ’, ছাত্রের অস্বাভাবিক মৃত্যু কলকাতায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Nov 2020 02:28 PM (IST)
আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ প্রতিবেশীরা প্রথমে ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ছাত্রটিকে।
কলকাতা: আনন্দপুর থানা এলাকার এক বহুতলের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, বহুতলের ২৪ তলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ প্রতিবেশীরা প্রথমে ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ছাত্রটিকে। বহুহল আবাসনের নিরাপক্ষাকর্মীরা চাক্ষুষ করেন ঘটনাটি। তারাই আওয়াজ পেয়ে প্রথম ঘটনাস্থলে ছুটে গিয়ে ছাত্রটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছি অত্যন্ত মেধাবী এই ছাত্র কয়েকমাস আগেই এই আবাসনে এসেছিল। লকডাউনের সময় তারা ওঅ আবাসনেই ছিল। কিন্তু ঠিক কী কারণে ছাত্রটি এভাবে ঝাঁপ দিল, নাকি অন্য কোনও বিষয়, পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গেও কথাবার্তা বলছে পুলিশ।